বিদ্যা সিনহা মিমের থাইল্যান্ড ভ্রমণ
শেয়ার করুন
ফলো করুন

ঘুরতে কে না ভালোবাসেন! জীবনের সবকিছু থেকে বিরতি নিয়ে মাঝেমধ্যে বেরিয়ে পড়তে হয় একান্ত সময় কাটাতে। সেই সূত্র মেনে জনপ্রিয় তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এখন সময় কাটাচ্ছেন স্বামীর সঙ্গে। অবকাশযাপনে তাঁদের ভ্রমণ গন্তব্য এবার থাইল্যান্ড। সেখানকার নয়নাভিরাম সৌন্দর্যে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। সেই সব ছবি মিম তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করলেই চোখে পড়বে সুন্দর সব ছবি।

তারকাদের অন্যতম আকর্ষণ থাকে তাঁদের সাজপোশাকে। ভক্তরাও খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন প্রিয় তারকাকে। হোক সেটা যেকোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান, এয়ারপোর্ট লুক কিংবা ভ্রমণ। সবকিছুতে তাঁদের থাকা চাই স্টাইলিশ আর ফিটফাট। মিম এ ব্যাপারে বেশ সচেতন। কারণ, সাজপোশাকেও ধরা পড়ে তাঁদের ব্যক্তিত্ব। ভ্রমণেও মিমের অসাধারণ স্টাইলিশ লুক মুগ্ধ করেছে ফ্যাশনিস্তা অনুরাগীদের। থাইল্যান্ডের পাতায়া বিচে অভিনেত্রীকে দেখা গেছে একেকবার একেক লুকে।

প্রথম লুকে অভিনেত্রী পরেছেন সাদা ফুলস্লিভ চিকনকারি টপ আর হাইওয়েস্ট শর্ট ডেনিম বটম। আসলে ভ্রমণে যতটা ছিমছাম থাকা যায়, ততই আরাম। অনুষঙ্গ হিসেবে যুক্ত হয়েছে কালো স্লিং ব্যাগ, বড় আকারের হ্যাট আর সাদা ফ্রেমের ভিনটেজ সানগ্লাস। অভিনেত্রী এই আউটফিটের সঙ্গে পায়ে পরেছেন সুন্দর এক জোড়া স্ট্র্যাপি ফ্ল্যাট জুতা। মিনিমাল মেকআপে প্রাধান্য পেয়েছে ন্যুড পিংক লিপস্টিক।

সোনালি চুল সেমিকার্ল করে ছেড়ে রাখা আর গয়নার বাহুল্য নেই একদম তাঁর সাজে। শুধু কানে পরেছেন সোনালি হুপ দুল। হাতে পরেছেন ঘড়ি, ব্রেসলেট আর অনামিকায় শোভা পাচ্ছে বিয়ের আংটি। এই লুকের বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে কেক হাতে অভিনেত্রী ও তাঁর স্বামীর হাস্যোজ্জল মুহূর্ত। দেখে বোঝাই যাচ্ছে স্বামীর জন্মদিন উদযাপনের জন্যই তাঁদের এই একান্ত অবকাশযাপন।

জন্মদিন স্মরণীয় করে রাখতে মিম-সনি দম্পতি অভিজ্ঞতা নেন ‘সি-ওয়াক’–এর। সমুদ্রের তলদেশে হেঁটে বেড়ানো আর পোজ দেওয়া বেশ কিছু ছবিও অভিনেত্রী শেয়ার করেছেন সবার সঙ্গে।

বিজ্ঞাপন

আরেকটি লুকে অভিনেত্রী বেছে নিয়েছেন গোলাপি মিডি জামা। স্ট্রেপি ব্যাক এই আউটফিটের সঙ্গে তিনি পায়ে পরেছেন দুই ফিতার ক্যাজুয়াল স্যান্ডেল। ছেড়ে রাখা চুলের সঙ্গে মেকআপে প্রাধান্য দিয়েছেন শুধু লিপ টিন্ট আর গোলাপি ব্লাশ অনকে। কানে পরেছেন সোনালি হুপ দুল আর সঙ্গে নিয়েছেন কালো স্লিং ব্যাগ। শেষে স্টাইল করতে হোক কিংবা রোদ থেকে বাঁচতে, অভিনেত্রী পরেছেন সানগ্লাস।

এখানেই শেষ নয়। তৃতীয় লুকে তিনি পরেছেন নেট ফেব্রিকের ইন্ডিগো রঙের স্লিভলেস টপ। বটমে কালো বেল্টের সঙ্গে টাক ইন করে পরেছেন অ্যাঙ্কেল লেন্থ জিনস। সাদা স্নিকারসের সঙ্গে বেশ সুন্দর লাগছে মিমের এই আউটফিট। সাজে রেখেছেন মিনিমাল ছোঁয়া।

গোলাপি লিপগ্লস আর হুপ কানের দুল পরে ছেড়ে রেখেছেন চুল। সৌন্দর্য দ্বিগুণ করেছে সাজপোশাকের সঙ্গে নেওয়া তাঁর অনুষঙ্গ। চোখে রাউন্ড শেপ সানগ্লাস, সাদা স্লিং ব্যাগ আর হাতে পরা ব্রেসলেট ও ঘড়ি।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন