ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে দক্ষিণের স্বপ্নের নায়িকা রাশমিকা মান্দানা অনেকটা এগিয়ে। দক্ষিণ ভারতের কানাড়া, তামিল আর তেলেগু মুভির কল্যাণে 'কর্ণাটক ক্রাশ' নামে পরিচিত ছিলেন এত দিন রাশমিকা। কিন্তু সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রী ‘পুষ্পা ’ আর ‘সীতারামাম’–এর মতো সুপারহিট মুভির পর এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তাঁর নতুন ছবি দিয়ে। সম্প্রতি বলিউড হার্টথ্রব রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে নানা সময়ে তাঁকে বেশ ঘনিষ্ঠ কিছু দৃশ্যে দেখা যায়। আর সব ছাপিয়ে রাশমিকার প্রাকৃতিক সৌন্দর্য আর আবেদনময়ী রূপের প্রশংসা চলছে চারদিকে। এই দক্ষিণি কন্যা এখন 'কর্ণাটক ক্রাশ' থেকে পরিণত হয়েছেন বলিউডের 'জাতীয় ক্রাশে'। গুগল থেকে এ রকম একটি উপাধিও অর্জন করেছেন তিনি ব্যবহারকারীদের তাঁর ছবি ও তথ্য সার্চ করার রেকর্ড থেকে। এবার তবে এই অনন্যসুন্দরী বলিউডের নতুন ক্রাশ রাশমিকা মান্দানার নানা রূপ দেখে আসা যাক তাঁরই ইনস্টাগ্রামের কল্যাণে।