রাশমিকা মান্দানা এখন বলিউডের নতুন ক্রাশ
শেয়ার করুন
ফলো করুন

ভারতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে দক্ষিণের স্বপ্নের নায়িকা রাশমিকা মান্দানা অনেকটা এগিয়ে। দক্ষিণ ভারতের কানাড়া, তামিল আর তেলেগু মুভির কল্যাণে 'কর্ণাটক ক্রাশ' নামে পরিচিত ছিলেন এত দিন রাশমিকা। কিন্তু সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রী ‘পুষ্পা ’ আর ‘সীতারামাম’–এর মতো সুপারহিট মুভির পর এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তাঁর নতুন ছবি দিয়ে। সম্প্রতি বলিউড হার্টথ্রব রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ ছবিতে নানা সময়ে তাঁকে বেশ ঘনিষ্ঠ কিছু দৃশ্যে দেখা যায়। আর সব ছাপিয়ে রাশমিকার প্রাকৃতিক সৌন্দর্য আর আবেদনময়ী রূপের প্রশংসা চলছে চারদিকে। এই দক্ষিণি কন্যা এখন 'কর্ণাটক ক্রাশ' থেকে পরিণত হয়েছেন বলিউডের 'জাতীয় ক্রাশে'। গুগল থেকে এ রকম একটি উপাধিও অর্জন করেছেন তিনি ব্যবহারকারীদের তাঁর ছবি ও তথ্য সার্চ করার রেকর্ড থেকে। এবার তবে এই অনন্যসুন্দরী বলিউডের নতুন ক্রাশ রাশমিকা মান্দানার নানা রূপ দেখে আসা যাক তাঁরই ইনস্টাগ্রামের কল্যাণে।

১/১০
দক্ষিণি মুভির রাজকুমারী রাশমিকা মান্দানার মিষ্টি হাসি আর চোখ জুড়ানো রূপে মজে আছেন সবাই।
দক্ষিণি মুভির রাজকুমারী রাশমিকা মান্দানার মিষ্টি হাসি আর চোখ জুড়ানো রূপে মজে আছেন সবাই।
বিজ্ঞাপন
২/১০
সব ধরনের পোশাক আর সাজেই রাশমিকাকে লাগে একইরকম সুন্দর। খুব বেশি কিছু না করেই তিনি মুগ্ধতা ছড়িয়ে দিতে পারেন।
সব ধরনের পোশাক আর সাজেই রাশমিকাকে লাগে একইরকম সুন্দর। খুব বেশি কিছু না করেই তিনি মুগ্ধতা ছড়িয়ে দিতে পারেন।
বিজ্ঞাপন
৩/১০
রাশমিকা মান্দানার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ দিক হচ্ছে অভিব্যক্তি বা এক্সপ্রেশনের অকুন্ঠ প্রকাশ। এতেই তাঁর সৌন্দর্যে যোগ হয় প্রাণবন্ত ভাব।
রাশমিকা মান্দানার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ দিক হচ্ছে অভিব্যক্তি বা এক্সপ্রেশনের অকুন্ঠ প্রকাশ। এতেই তাঁর সৌন্দর্যে যোগ হয় প্রাণবন্ত ভাব।
৪/১০
দক্ষিণের চিরাচরিত আবেদনময়তার ইমেজ থেকে একেবারে বের হয়ে যাওয়ার কোনো লক্ষণ নেই রাশমিকার মধ্যে। শারীরিক সৌন্দর্যের প্রকাশে তিনি বরাবরই সাহসী।
দক্ষিণের চিরাচরিত আবেদনময়তার ইমেজ থেকে একেবারে বের হয়ে যাওয়ার কোনো লক্ষণ নেই রাশমিকার মধ্যে। শারীরিক সৌন্দর্যের প্রকাশে তিনি বরাবরই সাহসী।
৫/১০
প্রায়ই রাশমিকাকে দেখা যায় মেকআপ ছাড়াই। এমন প্রাকৃতিক সৌন্দর্য থাকলে মেকআপ মাঝে মাঝে বাহুল্য বৈকী।
প্রায়ই রাশমিকাকে দেখা যায় মেকআপ ছাড়াই। এমন প্রাকৃতিক সৌন্দর্য থাকলে মেকআপ মাঝে মাঝে বাহুল্য বৈকী।
৬/১০
মাঝে মাঝে তিনি বেশ গ্ল্যামারাস ফটোশুটের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানেও জমকালো রূপে দেখা যায় রাশমিকাকে।
মাঝে মাঝে তিনি বেশ গ্ল্যামারাস ফটোশুটের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানেও জমকালো রূপে দেখা যায় রাশমিকাকে।
৭/১০
রাশমিকার এই অবতারটিই ভক্তদের বেশি প্রিয়। ন্যাচা্রাল লুকের হাস্যোজ্জ্বল রাশমিকা।
রাশমিকার এই অবতারটিই ভক্তদের বেশি প্রিয়। ন্যাচা্রাল লুকের হাস্যোজ্জ্বল রাশমিকা।
৮/১০
সব পোশাকেই তিনি নজর কাড়েন। তাঁর আবেদনময়তা একেবারেই সহজাত।
সব পোশাকেই তিনি নজর কাড়েন। তাঁর আবেদনময়তা একেবারেই সহজাত।
৯/১০
অভিব্যক্তির অদল-বদলে বদলে যায় রাশমিকার রূপ। সম্মোহনী রূপে তিনি বড়ই আকর্ষণীয়া।
অভিব্যক্তির অদল-বদলে বদলে যায় রাশমিকার রূপ। সম্মোহনী রূপে তিনি বড়ই আকর্ষণীয়া।
১০/১০
তবে এই মুহূর্তগুলোতে ক্যামেরাবন্দী হয়েই তিনি সকলের চেয়ে আলাদা করেছেন নিজেকে। যার মাঝে চপলা এক মিষ্টি মেয়েকে খুঁজে পায় সবাই, শুধু স্বপ্নের নায়িকা নয়।
তবে এই মুহূর্তগুলোতে ক্যামেরাবন্দী হয়েই তিনি সকলের চেয়ে আলাদা করেছেন নিজেকে। যার মাঝে চপলা এক মিষ্টি মেয়েকে খুঁজে পায় সবাই, শুধু স্বপ্নের নায়িকা নয়।
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০২: ০৪
বিজ্ঞাপন