ক্যাটরিনা কাইফ, নার্গিস ফাখরি বা নোরা ফাতেহিকে ছাড়া বলিউডের কথা ভাবাই যায় না। জ্যাকুলিন ফার্নান্দেজ, সানি লিওনিরও আছে আলাদা ফ্যানবেজ। অথচ এই তারকারা সবাই এসেছেন বিভিন্ন দেশ থেকে। তাঁদের অনেকেরই অবশ্য ভারতীয় রক্ত আছে শরীরে বাবা বা মায়ের দিক থেকে। তারপরেও বিদেশি তারকাই বলা চলে এই সুন্দরী অভিনেত্রীদেরকে। বলিউডের রঙিন দুনিয়ার হাতছানিতে বিভিন্ন সময়ে এখানে এসেছেন এই বিদেশি বংশোদ্ভূত তারকারা। তাঁদের ব্যতিক্রমী লুক ও আলাদা চার্ম সবসময় নজর কেড়েছে সকলের। চলুন এক নজরে বলিউডের বিদেশি তারকাদেরকে চিনে নিই।
ছবি: তারকাদের ইন্সটাগ্রাম