২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। কথা হচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে। প্রথম সিনেমার সময়ই প্রেমে পড়েন প্রিয়াঙ্কা আর অভিনেতা রাহুল ব্যানার্জি। বিয়ের পর জন্ম নেয় একমাত্র সন্তান—সহজ। দাম্পত্য কলহের জন্যে একটা সময়ে সিঙ্গেল মাদার হয়ে ক্যারিয়ার আর সন্তান মানুষ করা—দুটিই সামলাতে হয়েছে তাঁকে। সন্তানের জন্যই আবার তাঁরা দুজন সম্পর্কে ফিরে আসেন সুন্দরভাবে। এর মধ্যে প্রিয়াঙ্কা হয়েছেন আরও বেশি বোল্ড। সিনেমা, ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজেও পরিচিত মুখ তিনি। ভালো অভিনত্রী হওয়ার পাশাপাশি প্রিয়াঙ্কাকে তাঁর ফ্যাশন সেন্সের জন্য আলাদাভাবে কুর্নিশ জানাতেই হয়। ‘এভাবেও ফিরে আসা যায়’ লাইনটি তাঁর জন্যে মানানসই। চলুন অভিনেত্রীর ফ্যাশনেবল আর স্টাইলিশ কিছু লুক দেখে আসি আজ।
ছবি: ইন্সটাগ্রাম