অতীতে পর্দা কাঁপানো এই বং সুন্দরীকে চেনেন কি
শেয়ার করুন
ফলো করুন

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। কথা হচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে। প্রথম সিনেমার সময়ই প্রেমে পড়েন প্রিয়াঙ্কা আর অভিনেতা রাহুল ব্যানার্জি। বিয়ের পর জন্ম নেয় একমাত্র সন্তান—সহজ। দাম্পত্য কলহের জন্যে একটা সময়ে সিঙ্গেল মাদার হয়ে ক্যারিয়ার আর সন্তান মানুষ করা—দুটিই সামলাতে হয়েছে তাঁকে। সন্তানের জন্যই আবার তাঁরা দুজন সম্পর্কে ফিরে আসেন সুন্দরভাবে। এর মধ্যে প্রিয়াঙ্কা হয়েছেন আরও বেশি বোল্ড। সিনেমা, ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজেও পরিচিত মুখ তিনি। ভালো অভিনত্রী হওয়ার পাশাপাশি  প্রিয়াঙ্কাকে তাঁর ফ্যাশন সেন্সের জন্য আলাদাভাবে কুর্নিশ জানাতেই হয়। ‘এভাবেও ফিরে আসা যায়’ লাইনটি তাঁর জন্যে মানানসই। চলুন অভিনেত্রীর ফ্যাশনেবল আর স্টাইলিশ কিছু লুক দেখে আসি আজ।

১/১৫
কাটআউট ডিজাইনের কালো আউটফিটে ফ্রেমবন্দী প্রিয়াঙ্কা। বিশেষ আবেদন কাড়ছে কোমরের ট্যাটু, বডি জুয়েলারি আর কাজলকালো চোখের সাজ
কাটআউট ডিজাইনের কালো আউটফিটে ফ্রেমবন্দী প্রিয়াঙ্কা। বিশেষ আবেদন কাড়ছে কোমরের ট্যাটু, বডি জুয়েলারি আর কাজলকালো চোখের সাজ
বিজ্ঞাপন
২/১৫
হলুদ-মেজেন্টা টাই-ডাই কাফতান পরেছেন অভিনেত্রী। ছেড়ে রাখা সফট কার্ল চুল। কানে শোভা পাচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট দুল
হলুদ-মেজেন্টা টাই-ডাই কাফতান পরেছেন অভিনেত্রী। ছেড়ে রাখা সফট কার্ল চুল। কানে শোভা পাচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট দুল
বিজ্ঞাপন
৩/১৫
স্টাইলিশ আমেজ এনেছে অভিনেত্রীর ‘ডেনিম অন ডেনিম’ লুক।
স্টাইলিশ আমেজ এনেছে অভিনেত্রীর ‘ডেনিম অন ডেনিম’ লুক।
৪/১৫
এসিড গ্রিন রংয়ের খুব সুন্দর একটা স্ট্রেপলেস গাউনে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। জুটি হয়েছে ফ্লোরাল স্টেটমেন্ট নেকপিস। রূপকথার রাজকন্যার মতোই লাগছে তাঁকে
এসিড গ্রিন রংয়ের খুব সুন্দর একটা স্ট্রেপলেস গাউনে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। জুটি হয়েছে ফ্লোরাল স্টেটমেন্ট নেকপিস। রূপকথার রাজকন্যার মতোই লাগছে তাঁকে
৫/১৫
সোনালিপাড়ের লাল শাড়ি আর সাবেকি সাজে অন্যরকম প্রিয়াঙ্কা।
সোনালিপাড়ের লাল শাড়ি আর সাবেকি সাজে অন্যরকম প্রিয়াঙ্কা।
৬/১৫
অল ব্ল্যাক আউটফিটে নজড় কাড়ছে ‘রেড লিপ’ লুক
অল ব্ল্যাক আউটফিটে নজড় কাড়ছে ‘রেড লিপ’ লুক
৭/১৫
রাস্ট স্যাটিন স্পেগ্যাটি স্ট্রেপ ড্রেসের সঙ্গে ওয়েট হেয়ার লুকে আবেদন ছড়াচ্ছেন নায়িকা
রাস্ট স্যাটিন স্পেগ্যাটি স্ট্রেপ ড্রেসের সঙ্গে ওয়েট হেয়ার লুকে আবেদন ছড়াচ্ছেন নায়িকা
৮/১৫
শাড়ির এথনিক লুকে। চোখে টানা করে দেওয়া কাজল, চুলে বিনুনি। যেন উপন্যাসের নায়িকা তিনি
শাড়ির এথনিক লুকে। চোখে টানা করে দেওয়া কাজল, চুলে বিনুনি। যেন উপন্যাসের নায়িকা তিনি
৯/১৫
সাইড স্লিট সিকুইন গাউনে গর্জিয়াস প্রিয়াঙ্কা। অনুষঙ্গ হিসেবে নজর কাড়ছে পায়ের ম্যাচিং হাই হিল আর  কানের স্টেটমেন্ট দুল।
সাইড স্লিট সিকুইন গাউনে গর্জিয়াস প্রিয়াঙ্কা। অনুষঙ্গ হিসেবে নজর কাড়ছে পায়ের ম্যাচিং হাই হিল আর কানের স্টেটমেন্ট দুল।
১০/১৫
সিলভার মেটালিক লেদার জ্যাকেটের আবেদন ছড়ানো লুকে
সিলভার মেটালিক লেদার জ্যাকেটের আবেদন ছড়ানো লুকে
১১/১৫
ক্রপড বাইকার জ্যাকেট, হাই ওয়েস্ট ডেনিম, চোখে ক্যাটস আই সানগ্লাস আর অ্যাঙ্কেল বুট পরে বেশ স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
ক্রপড বাইকার জ্যাকেট, হাই ওয়েস্ট ডেনিম, চোখে ক্যাটস আই সানগ্লাস আর অ্যাঙ্কেল বুট পরে বেশ স্টাইলিশ লুকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
১২/১৫
কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সির সঙ্গে ডেনিম কোরসেট আউটফিটের যুগলবন্দী সত্যিই দারুণ।
কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সির সঙ্গে ডেনিম কোরসেট আউটফিটের যুগলবন্দী সত্যিই দারুণ।
১৩/১৫
ওয়ান শোল্ডার ফুশিয়া স্যাটিন গাউনে গ্ল্যামারাস প্রিয়াঙ্কা
ওয়ান শোল্ডার ফুশিয়া স্যাটিন গাউনে গ্ল্যামারাস প্রিয়াঙ্কা
১৪/১৫
সাদা স্লিভলেস মিডি ড্রেসের শুভ্র আমেজে
সাদা স্লিভলেস মিডি ড্রেসের শুভ্র আমেজে
১৫/১৫
গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কা যেকোনো আউটফিটেই ফিট। এখানে তিনি ডার্ক টিন গ্রিন ডিপনেক ড্রেসের ওপর লেয়ার করে পরেছেন হট পিংক ব্লেজার। সঙ্গে হেয়ারস্টাইলের লুকে তাঁকে বেশ স্টাইলিশ লাগছে
গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কা যেকোনো আউটফিটেই ফিট। এখানে তিনি ডার্ক টিন গ্রিন ডিপনেক ড্রেসের ওপর লেয়ার করে পরেছেন হট পিংক ব্লেজার। সঙ্গে হেয়ারস্টাইলের লুকে তাঁকে বেশ স্টাইলিশ লাগছে

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫: ৫৮
বিজ্ঞাপন