ডিজাইনার মনীশ মালহোত্রার ফ্যাশন শোতে নজর কাড়লেন রণবীর, আলিয়া ও দীপিকা
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি ভারতীয় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা তাঁর ব্র্যান্ডের ২৪ বছর উদ্‌যাপন করেছেন বেশ জমকালোভাবে। এদিন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, কাজল, নোরা ফাতেহি, আলিয়া ভাট, অর্জুন কাপুরসহ আরও অনেক এ-লিস্টেড তারকা ব্যক্তিত্বের গ্ল্যামারাস উপস্থিতিতে মুখর ছিল মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টার। চোখধাঁধানো ফ্যাশন শোতে মনীশ মালহোত্রার ডিজাইন করা নজরকাড়া সব আউটফিটে র‍্যাম্পে অংশ নেন তারকারা।

ফ্যাশন শোর সবচেয়ে বড় আকর্ষণ ছিল শো-স্টপার, রকি অর রানি কি প্রেম কাহানির জুটি রণবীর সিং ও আলিয়া ভাট। তাঁদের আকর্ষণীয় সাজপোশাকের জৌলুশে মুগ্ধ হন সবাই। আলিয়া ভাটের লেহেঙ্গার দিকে খেয়াল করলে ফ্যাশনিস্তারা চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত।

কালো আর রুপালির সমন্বয়ে তৈরি এই লেহেঙ্গায় রয়েছে নিখুঁত এমব্রয়ডারি আর মুক্তার কাজ। বটম অংশের কালো জমিনের ওপর ফ্লোরাল মোটিফের ভারী কাজ রয়েছে আর আকর্ষণীয় ব্লাউজেও নজর কেড়েছে সূক্ষ্ম সূচিকর্ম। শুধু পোশাক নয়, সাজেও রাখা হয়েছে আভিজাত্য। মেকআপ আর্টিস্ট মিকির হাতের জাদুতে আলিয়া যেন হয়ে উঠেছে মোহময়ী।

ন্যুড মেকআপের সঙ্গে তিনি চোখে দিয়েছেন কাজল। আর চুলে মাঝসিঁথি করে করেছেন ব্লো ড্রাই। চুলের সৌন্দর্যকে এক ধাপ বাড়িয়ে দিয়েছে আলিয়ার মাথায় পরা আকর্ষণীয় দোপাট্টা। কালো নেটের ওপর বড় বড় ফুলের নকশা আর পাড়ে বসানো মুক্তা এলিগেন্ট ভাব এনেছে বেশ। পোশাকের সঙ্গে মিলিয়ে আলিয়া বেছে নিয়েছেন একটি স্টেটমেন্ট নেকলেস ও আংটি।

বিজ্ঞাপন

অন্যদিকে রণবীর সিং র‍্যাম্পে উপস্থিত হন অফ হোয়াইট শেরোয়ানিতে। লম্বা ঘেরের কুর্তার ওপর ফ্লোরাল মোটিফের এমব্রয়ডারি করা শেরোয়ানি আর বটম হিসেবে চুড়িদার প্যান্ট পরেছেন তিনি।

রণবীর তাঁর স্বভাবসুলভ দাড়ি আর চুলের স্টাইলের সঙ্গে কানে পরেছেন সাদা পাথরের স্টাড।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, এই অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রণবীর ঘরনিও। দীপিকা পাড়ুকোন এসেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা অফ হোয়াইট নেটের শাড়িতে।

শুধু কি শাড়ি, এর সঙ্গে মিরর ওয়ার্কের আকর্ষণীয় হল্টার নেক বেকলেস ব্লাউজও নজর কেড়েছে ফ্যাশনিস্তাদের। শাড়িতে নকশা করা ফ্রিল ওয়ার্ক আর মুক্তা, সিউকুইন ও বিডসের কাজ রয়েছে।

এর সঙ্গে দীপিকার সাজেও রয়েছে একটা ক্ল্যাসিক ভাব। উজ্জ্বল লাল লিপস্টিক, চোখের সাজে কাজল, মাশকারা আর হাইলাইটার প্রাধান্য পেয়েছে। অভিনেত্রী গয়না হিসেবে বেছে নিয়েছেন হীরা-পান্নার দুল আর আংটি। আর সবশেষে চুলে করেছেন স্লিক বান।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন