পূজায় লাল–সাদা সাজে যে পরিপূর্ণতা আসে, তা যেন আর কিছুতেই মেলে না। আবার লাল আর সাদা এমন দুটি রং, যেগুলো নিয়ে ইচ্ছেমতো খেলা করা যায়। দশমী বা অষ্টমীর ঐতিহ্যবাহী শারদীয় সাজে একেবারে রাজসিক আমেজ আনতে পারে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের পরনের সাদা লাল শাড়ি।
বিদ্যা সিনহা মিমের অনিন্দ্যসুন্দর মুখশ্রী আর চমৎকার অবয়বে যেকোনো ধরনের পোশাক মানিয়ে যায় খুব। কিন্তু তিনি যেকোনো উৎসব বা বিশেষ দিনে শাড়িই বেছে নেন বেশির ভাগ সময়। দেশের সুপরিচিত ডিজাইনার লেবেল মেহের বাই সামিনা সারাহর জমকালো শাড়ি ও ব্লাউজের সমন্বয়ে মিমকে লাগছে দেবীর মতোই। তবে এ যেন আধুনিকা নবদূর্গা অবতার।
মিমের স্বচ্ছ সাদা শিফন জর্জেটের শাড়ির বর্ডারে ভারী আর ঐতিহ্যবাহী হাতের কাজের এমব্রয়ডারি। পুঁতি, জরি আর চুমকির কারুকাজ দেখা যাচ্ছে। শাড়িজুড়ে চুমকি আর পুঁতি বসানো বুটি। তবে সুইটহার্ট নেকলাইনের চোলি স্টাইলের ব্লাউজটি একেবারে শোস্টপার পুরো লুকের।
পুরো ব্লাউজে জমকালো ফুল–পাতার প্যাটার্নে জরি, চুমকি ও পুঁতির কাজ। হাতার বর্ডারে পাড়ের মতো ভারী কাজের শেষ প্রান্তে বড় পাত্তির সারি বসানো। চমৎকার ফিটিংয়ের ব্লাউজটির ট্যাসেল বাঁধা খোলা পিঠ আবেদন বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। লাল ট্যাসেলের এক্সটেনশন পিঠেও নেমে দুলছে দুলকিচালে। সব মিলিয়ে পোশাকটি দেখার মতো।
মিমের মেক ওভারটিও হয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন৷ ছোট লাল টিপ, শিমার দেওয়া হালকা গোলাপি আইশ্যাডো, ঘন কাজলের স্মোকি ফিনিশ, গাঢ় মাসকারা আর ফলস আইল্যাশের নাটকীয় আই মেকআপ, সেমি ম্যাট ইট লাল ঠোঁটে মিম হয়ে উঠেছেন অপরূপা।
চুলে টুইস্ট দেওয়া লুজ বানের সঙ্গে মুখের দুইপাশে স্ট্র্যান্ডস রেখেছেন তিনি। কানের ঝোলানো দুলটিও নজর কাড়ছে বৈচিত্র্যময়তায়।
ছবি: ইন্সটাগ্রাম