২১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বার্বি’। কিন্তু সেই বহু আগে জনপ্রিয় অ্যাকুয়া ব্যান্ডের গাওয়া পপ গান ‘আয়ম আ বার্বি গার্ল ইন দ্য বার্বি ওয়ার্ল্ড’ অনুসারে আমরা সবাই ইতিমধ্যে বার্বি জগতের বার্বি মেয়ে বনে গেছি।
এক বছরেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়া ‘হট পিংক বার্বিকোর’ জ্বরে ভুগছে প্রবলভাবে। বিশ্বব্যাপী বছরজুড়ে প্রতিটি মৌসুমে বার্বিকোর গোলাপি পোশাকের ছিল আকাশছোঁয়া আধিপত্য। হ্যাশট্যাগ বার্বিকোর আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড আর সেই সঙ্গে আমাদের নিজস্ব পোশাক সংগ্রহেও অনুপ্রবেশ করেছে।
বিশ্বব্যাপী ‘বার্বি’ মুভির প্রচারে কোল্যাবেরশন করা হয়েছে বহু ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে। প্যারিসের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড বালমেইন তো আগেই বার্বি থিমে এক্সক্লুসিভ কালেকশন এনেছে, যা আলোচনায় এসেছে বেশ।
আবার জারা বা প্রাইমার্কের মতো জনপ্রিয় ফ্যাশন হাউসগুলোও ক্যাপসুল কালেকশন তৈরি করেছে এই ছবির মুক্তি উপলক্ষে। স্ট্রিট ফ্যাশনে নতুন আর আলোচিত ব্রিটিশ অনলাইন রিটেল ব্র্যান্ড অ্যাসোসের বার্বি থিম কালেকশনটিও দেখার মতো। আবার গ্যাপও বার্বি-প্রাণিত সংগ্রহ এনেছে কিছুদিন আগে।
শুধু পোশাক নয়, অনুষঙ্গেও বার্বিকোর কম যাচ্ছে না এখনকার ক্রেজ হিসেবে। ঝিকমিকে হিলযুক্ত বার্বিসুলভ জুতা আর ব্যাগ নিয়ে প্রস্তুত ফসিল আর অ্যাল্ডোর নয়া সংগ্রহ।
কিশ নামের বিখ্যাত অ্যাকসেসরিজ ব্র্যান্ডও বার্বি থিমে এনেছে চুলের অনুষঙ্গসহ আরও অনেক কিছু। আরামদায়ক, একেবারে অন্য রকম বৈশিষ্ট্যপূর্ণ জুতার ব্র্যান্ড ক্রকসও পিছিয়ে নেই।
হোমডেকোরে সুপরিচিত নাম রাগেবল বার্বির বাড়ির আসবাব আর সবকিছুর মতো করেই নতুন বেশ কিছু পণ্য তৈরি করেছে।
আমরা দেখেছি, বার্বি মুভির বছরব্যাপী প্রচারণা বিশ্বজুড়ে ফ্যাশন চেইনকে নাটকীয়ভাবে প্রভাবিত ও উন্নীত করেছে। একসময় আমরা নিত্যনতুন ফ্যাশন আগলাতে ডিজাইনারদের দেওয়া আকর্ষণীয় ও ট্রেন্ডি নির্দেশনার জন্য অপেক্ষা করতাম।
কিন্তু বর্তমানে আমরা পোশাক বা যেকোনো ফ্যাশন অনুষঙ্গ গ্রহণ করার ক্ষেত্রে তারকা আর বিনোদন জগৎ থেকে পাওয়া অনুপ্রেরণাতেই বেশি প্রভাবিত হই। এই প্রক্রিয়ায় ফ্যাশন ইন্ডাস্ট্রি আর বিনোদন জগৎ অনেকটাই একাকার।
সিনেমার সাফল্য উদ্যাপন হোক, কিংবা ব্র্যান্ডের প্রচার-প্রচারণা—এ মুহূর্তে গোলাপি রঙেই মজে আছেন বিশ্বের সব তারকা। সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত সব তারকার হিড়িক পড়েছে গোলাপি পোশাকের ছবি শেয়ার করার।
বিশ্বজুড়ে বেড়েছে বার্বি হুপ কানের দুল, গ্লাভস ও পোশাক বিক্রি। হলিউড থেকে বলিউড সবখানেই চলছে বার্বির জয়জয়কার। বার্বিকোর লুকে ধরা দিয়েছে জিজি হাদিদ, বিলি আইলিশ, নিকি মিনাজ, অ্যান হ্যাথাওয়ে, কিম কার্ডাশিয়ানসহ অনেকে।
দিন কয়েক আগে অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে গোলাপি পোশাকে সাজিয়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
এ ছাড়া বার্বির গোলাপির মায়ায় নিজেকে সাজিয়েছেন অনন্যা পান্ডে, ভূমি পেডনেকর, কৃতি শ্যানন, কঙ্গনা রনৌত, কিয়ারা আদভানিসহ অনেক বলিউড সুন্দরী।
২০ জুলাই বাংলাদেশেও অনুষ্ঠিত হয়েছে ‘বার্বি’ ছবির প্রিমিয়ার শো এবং গতকাল দেশের সিনেপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তি পেয়েছে। বাংলাদেশে বার্বির প্রিমিয়ারে অংশ নিতে এসেছিলেন এই সিনেমায় অভিনয় করা বাংলাদেশি বংশোদ্ভূত রমজান মিয়া। এ ছাড়া প্রিমিয়ারে আমন্ত্রিত ছিলেন সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, পিয়া জান্নাতুল, জেফারসহ অনেক অভিনেত্রী ও মডেল। তাঁদের সবার পরনেই ছিল বার্বিকোর স্টাইলের পোশাক।
উল্লেখ করা যেতে পারে, সদা ফ্যাশনেবল বার্বি পুতুল ও ১৯৯৪-এর নন-ফিকশন বই ‘রিভাইভিং অপেরা’ থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি বানিয়েছেন চলচ্চিত্রনির্মাতা গ্রেটা গেরউইগ। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন হলিউডের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী মারগট রবি ও রেয়ান গসলিং। এ ছাড়া এতে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রমজান মিয়া।