আম্বানিদের বিয়েবাড়ি: সংগীত অনুষ্ঠানে ঝলমলে রাধিকা-অনন্ত আর নজরকাড়া বলিউড তারকারা
শেয়ার করুন
ফলো করুন

ঝলমলে সোনালি শাড়ি আর ম্যাচিং ব্লাউজে মাধুরী দীক্ষিত। গলায় জড়োয়া কালো-সোনালি নেকপিস। তাঁর স্বামী ডক্টর নেনে পরেছেন কালো শেরওয়ানি, চুড়িদার আর ম্যাচিং জুতা।

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট-রণবীর কাপুর কালো পোশাক পরেছেন। আলিয়ার কালো লেহেঙ্গায় ভরপুর সোনালি কারুকাজ, ওড়নাটিও কালো। ঝোলানো দুল নজর কাড়ছে। রণবীর পরেছেন নজরকাড়া শো-বোতাম দেওয়া কালো শেরওয়ানি। আলিয়া ভাটের বোন শাহীন ভাটও কালো পোশাক পরে তাঁদের সঙ্গেই হাজির হয়েছেন অনুষ্ঠানে। তাঁদের ফটোসেশনে কালার ম্যাচ করে আরেক বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরও যোগ দিয়েছেন কালো শেরওয়ানিতে।

বিজ্ঞাপন

সোনালি শাড়ি-ব্লাউজের আবেদনময়ী লুকে দিশা পাটানি। ছোট ম্যাচিং মেটালিক ক্লাচটি নজর কাড়ছে।

মিষ্টি মেয়ে পূজা হেগড়ে এসেছেন ঝলমলে সোনালি কাজের লাল শাড়ি আর কারুকাজ করা স্লিভলেস ব্লাউজে। হাতে ছোট ব্যাগ রয়েছে। অ্যান্টিক ঘরানার সোনালি চোকার আর দুল পরেছেন তিনি।

জাহ্নবী কাপুরের নজরকাড়া কালো লেহেঙ্গায় জমকালো ক্রিস্টালের কাজ। কেমন একটু ময়ূরের পেখমের আমেজ আছে ডিজাইনে।

জাহ্নবীর বোন খুশি কাপুর এসেছেন রেট্রো স্টাইলের গোলাপি সিকুইনের শাড়িতে। অফ দ্য শোল্ডার ফুলস্লিভ ব্লাউজে খুব আকর্ষণীয় লাগছে খুশিকে। সঙ্গে পরেছেন সাদা পাথরের গয়না।

সালমান খান মানেই বিশেষ কিছু। এই সুপারস্টার এসেছেন কালো স্যুটের ড্যাপার লুকে।

সারা আলী খানের সোনালি শাড়ি লেহেঙ্গাটি রীতিমতো চোখধাঁধানো। টপের গভীর সুইটহার্ট নেকলাইন আর স্লিভসের স্ট্র্যান্ডস নজর কাড়ছে।

কালো সিকুইনের কুর্তা আর ম্যাচিং কালো পায়জামায় এসেছেন অর্জুন কাপুর। মালাইকা অরোরা নেই আশপাশে কোথাও।

সবার সোনালি পোশাকের মধ্যে শানায়া কাপুরের রুপালি লেহেঙ্গা নজর কাড়ছে বেশি। সঙ্গে ম্যাচিং বটুয়া নিয়েছেন তিনি।

শুধু বলিউড নয়, ক্রিকেট তারকারও দেখা মিলল এখানে। মহেন্দ্র সিং ধোনি আর তাঁর স্ত্রী সাক্ষী ধোনি এসেছেন সংগীতে। ধোনির অফ হোয়াইট কুর্তা-পায়জামার ওপরে রঙিন কারুকাজ করা একই রঙের কোটি। আর সাক্ষী পরেছেন বেইজ রঙের জমকালো লেহেঙ্গা।

বিদ্যা বালান পরেছেন মেরুন আর শর্ষে হলুদ কাজ করা অফ হোয়াইট লেহেঙ্গা। তাঁর স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের পরনে কালো সিকুইনের কুর্তা আর সাদা প্যান্ট।

জেনেলিয়া দেশমুখের ব্যতিক্রমী পুরো দৈর্ঘ্যের আর লেয়ার দেওয়া কালো কাফতান গাউনটিতে তাঁকে খুবই মানিয়েছে। একই রঙের ফুলেল কাজ করা দুই লেয়ারের অফ হোয়াইট শেরওয়ানির সঙ্গে একটু অন্য রকম সাইড স্লিট দেওয়া প্যান্ট পরেছেন রিতেশ দেশমুখ।

নতুন প্রজন্মের হার্টথ্রব ভেদাং রায়না পরেছেন ওয়াইন রঙা সিকুইনের শর্ট কুর্তা আর স্টাইলিশ সাদা পায়জামা। সঙ্গে ড্রেস শুজ।

বরুণ ধাওয়ানের পরনে ম্যাচিং কোটিসহ অফ হোয়াইট কুর্তা পায়জামা। আর তাঁর স্ত্রী নাতাশা দালাল পরেছেন রুপালি লেহেঙ্গা।

নতুন তারকা পাশমিনা রোশান পরেছেন অ্যান্টিক গোল্ডেন কাজ করা কমলা লেহেঙ্গা। তাঁর হাতেও সোনালি বটুয়া দেখে মনে হচ্ছে এই ট্রেন্ড আবার জোরেশোরে ফিরে এল বলিউডে। গলায় চোকার পরেছেন পাশমিনা এর সঙ্গে।

মীরা কাপুরের সোনালি কারুকাজের কালো লেহেঙ্গাকে টক্কর দিচ্ছে স্বামী শহীদ কাপুরের মেরুন কাজের কালো স্টাইলিশ কুর্তা-পায়জামা-কোটি আর চকচকে ড্রেস শুজ।

সব ম্যাটারনিটি লুককে পেছনে ফেলে দিয়েছে দীপিকার এই ঐতিহ্যবাহী বেগুনি শাড়ির সাজ। সঙ্গে সাবেকি স্টাইলের গয়নাই পরেছেন তিনি সংগীত অনুষ্ঠানে। মজা করে লিখেছেন নিজের ইনস্টাগ্রামে ছবি দিয়ে, 'শুক্রবার রাতে বেবি পার্টি করতে চায়'।

দীপিকার এই ঐতিহ্যবাহী বেগুনি শাড়ির সাজের সঙ্গে দেখা যাচ্ছে বেবি বাম্প।
দীপিকার এই ঐতিহ্যবাহী বেগুনি শাড়ির সাজের সঙ্গে দেখা যাচ্ছে বেবি বাম্প।
দীপিকার ইনস্টাগ্রাম

ভিকি কৌশল এলেন কালো সিকুইনের কাজ করা শেরওয়ানি আর ম্যাচিং চুড়িদারে। সঙ্গে কালো ড্রেস শুজ।

কিয়ারা আদভানি পরেছেন অফ দ্য শোল্ডার লম্বা ট্রেনের ঝিকমিকে গাউন। সিদ্ধার্থ মালহোত্রার পরনে বোতাম খোলা জমকালো কাজের কালো শেরওয়ানির সঙ্গে হালের ট্রেন্ডের ঢোলা প্যান্ট।

অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দা পরেছেন ব্যতিক্রমী ডিজাইনের মনোক্রোম লালা গাউন। সঙ্গে ম্যাচিং ব্যাগ।

ঝলমলে সোনালি সিকুইনের শাড়ি গাউন আর ম্যাচিং ব্যাগের লুকে অনন্যা পান্ডে। অফ দ্য শোল্ডার ব্রালেট টপ পরেছেন তিনি। কানে গলায় মানানসই গয়না।

আবু জানি সন্দ্বীপ খোসলার কাস্টম পোশাকে বর-কনে। অনন্ত আম্বানির পরনে সোনালি কাজের কালো শেরওয়ানি, কালো প্যান্ট। আর রাধিকা মার্চেন্ট পরেছেন ঝলমলে কারুকাজ করা হালকা সোনালি রঙের অফ দ্য শোল্ডার টপের লেহেঙ্গা।

হিরো ইমেজ:

দীপিকা পাড়ুকোন- দীপিকার ইনস্টাগ্রাম

আলিয়া ভাট: বলিউড ফ্যান অ্যাকাউন্ট nari

অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্ট: আম্বানি আপডেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১৯: ৩৫
বিজ্ঞাপন