মেহজাবীনের বৃষ্টিবিলাস
শেয়ার করুন
ফলো করুন

জীবনে সবকিছু থেকে বিরতি নিতে না পারলেও কিছু সময় নিজের জন্য দিতে হয়। সময়ের ব্যস্ততম অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও তা–ই করেন। সময় পেলেই বেরিয়ে পড়েন দেশ–বিদেশে ঘুরতে।

অভিনয় আর মডেলিংকে কিছুদিনের জন্য ছুটি জানিয়ে অবকাশযাপনে নিজেকে সময় দেন তিনি সমানতালে। অভিনেত্রীর এবারের ভ্রমণ গন্তব্য ছিল কক্সবাজারের মেরিন ড্রাইভের নিসর্গ হোটেল ও রিসোর্ট। সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুন্দর সুন্দর মুহূর্তের সব ছবি। ভক্তরাও ছবিগুলো দেখে বেশ উচ্ছ্বসিত।

বিজ্ঞাপন

ছবিতে দেখা যাচ্ছে, সাদা চিকনকারি মিডি জামায় ফ্রেমবন্দী হয়েছেন হাস্যোজ্জ্বল মেহজাবীন।

রিসোর্টের বারান্দায় বৃষ্টিবিলাস করতে করতে সমুদ্রের অবারিত সৌন্দর্য দেখছেন তিনি। অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘বৃষ্টির ছায়ায়, আমি এই মন প্রতীক্ষা করি।

পোশাকের সঙ্গে শুভ্রতা বজায় রাখতে অভিনেত্রী ক্যামেরাবন্দী হয়েছেন একদম ‘নো মেকআপ’ লুকে। শুধু চুলে করেছেন মেসি বান বা খোঁপা। সাজ কিংবা গয়নার কোনো ভারিক্কিই নেই।

দেখে বোঝা যাচ্ছে, অবকাশযাপনে একেবারে নিজের মতো সময় পার করেছেন অভিনেত্রী। তাই ছিমছাম লুকে ধরা দিয়েছেন ভক্তদের কাছে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন