মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সব সময় সচেতন হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সংগীতশিল্পী, অভিনেত্রী ও উদ্যোক্তা সেলেনা গোমেজ। নিজের মতো অন্য সবাইকে সচেতন করতে, মানসিক সমস্যায় আক্রান্ত তরুণদের সহযোগিতার উদ্দেশ্যে কয়েক বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন রেয়ার ইম্প্যাক্ট ফান্ড নামের একটি সংস্থা। ৪ অক্টোবর এই সংস্থার জন্য তহবিল সংগ্রহ করতে প্রথমবারের মতো সেলেনা একটি গালা নাইটের আয়োজন করেন। এই আয়োজন থেকে যে অর্থ মিলবে, তা তরুণদের মানসিক স্বাস্থ্যসচেতনতা ও শিক্ষার জন্য ব্যয় করা হবে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই গালায় এসেছিলেন হলিউডের বিখ্যাত সব তারকা। তবু লাইমলাইট ছিল সেলেনার দখলে। এ রাতে তিনি সবার চোখ ধাঁধিয়েছেন একটি বা দুটি নয়, বরং তিন তিনটি স্টাইলিশ ফ্লোরাল আউটফিটে।
আয়োজনের একদম শুরুতে সেলেনা রেড কার্পেটে হাজির হন অসাধারণ সুন্দর এক রুপালি গাউন পরে। হল্টার নেক গাউনটির জমিনজুড়ে সিকুইন ও ক্রিস্টালের কাজ করা। গাউনের নেকলাইনের মাঝে রোসেট বা বড় গোলাপের এমবেলিশমেন্ট দেওয়া। মাঝারি ট্রেনের এই আকর্ষণীয় ইভিনিং গাউনটি এসেছে বিলাসবহুল ইতালিয়ান ব্র্যান্ড ভ্যালেন্তিনো থেকে।
এরপর সেলেনা পরেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ডিজাইনার রাহুল মিশ্রর ডিজাইন করা নজরকাড়া মিনি ড্রেস। এই ড্রেসের নাম হলো আইরিস। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুল আইরিসের আদলে তৈরি। ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক এই ফুল সবচেয়ে বেশি পাওয়া যায় ভূমধ্যসাগরীয় অঞ্চল ও মধ্য এশিয়ায়।
অ্যামেথিস্ট পার্পল মিনি ড্রেসটিতে জটিল সুচিকর্মের মাধ্যমে আইরিস ফুলের পাপড়ির আদল ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ পোশাকটি হাতে বানানো হয়েছে। এই নান্দনিক মিনি ড্রেসটি সুনিপুণ দক্ষতায় কারিগরেরা রেশমি সুতা, পুঁতি ও চুমকি দিয়ে সাজিয়েছেন। মনোমুগ্ধকর পোশাকটি রাহুল মিশ্রর ২০২৩ সালের শরতের কতুর সংগ্রহ উই, দ্য পিপল থেকে নেওয়া।
গালা নাইটের একদম শেষে সেলেনাকে দেখা যায় আরেকটি পোশাকে। আগের দুটি পোশাকের চেয়ে এটি বেশি ক্যাজুয়াল ছিল। লম্বা হাতা ও উঁচু গলার বডি হাগিং মিনি ড্রেসটি নিউইয়র্কের বেশ নামকরা ব্র্যান্ড মনসের। এতে ফুলেল প্রিন্টের পাশাপাশি রয়েছে জেব্রা, হামিংবার্ড, প্রজাপতি পাতাবাহার গাছের প্রিন্ট।
তিনটি পোশাকের সঙ্গে সেলেনাকে একই হেয়ারস্টাইল ও মেকআপে দেখা গেছে। নতুন লং বব কাটের চুলগুলো স্ট্রেইট করে মাঝবরাবর সিঁথি করে ছেড়ে রেখেছেন তিনি। এর সঙ্গে মানানসই সফট গ্ল্যাম গোলাপি টোনের মেকআপে সেলেনা এক রাতে হয়ে উঠেছিলেন ফুলপরি।