হলিউডের ‘বার্বি’ সিনেমার ক্রেজ এখন ফ্যাশন দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সবখানে। সদ্যই মুক্তি পেয়েছে সিনেমাটি। বার্বি আর গোলাপি রঙের গাঁটছড়ার কথা অবশ্য ইতিমধ্যে সবারই জানা। তাই সিনেমাটি দেখতে গিয়ে হোক কিংবা পার্টিতে—সবাই নিজেকে সাজাচ্ছে বার্বিরূপে। এখনকার ফ্যাশন ট্রেন্ডই বলা যায় একে। যার নাম ‘বার্বিকোর’।
সাজপোশাকে গোলাপি আভায় নিজেকে রাঙিয়ে তুলতে বাংলাদেশের তারকাদেরও দেখা যাচ্ছে এখন। অভিনেত্রী বিদ্যা সিনহা মীমও এই ট্রেন্ডের জোয়ারে গা ভাসিয়েছেন, তবে একটু ভিন্নভাবে। সরাসরি ওয়েস্টার্ন পোশাকের দিকে না গিয়ে মীম সেজেছেন এথনিক বার্বিকোর স্টাইলে।
ভক্তকুলের জন্য বেশ কিছু ছবি অভিনেত্রী শেয়ার করেছেন সম্প্রতি। ছবিতে দেখা যাচ্ছে, তিনি পরেছেন একটা ম্যাজেন্টা কাট আউট আনারকলি। আউটফিটটা একঝলকে দেখে মনে হবে লেহেঙ্গা। ব্যাকলেস হল্টার নেক আনারকলিতে মীম যেন হয়ে উঠেছে অনন্য।
আনারকলির টপের অংশের ম্যাজেন্টা জমিনের ওপর নিখুঁত সিলভার সিকুইনের কাজটা নজর কেড়েছে বেশ। অন্যদিকে প্লিট করা বটমের জমিনে রয়েছে মিররওয়ার্ক। এই সুন্দর পোশাকের সঙ্গে অভিনেত্রী কিন্তু সাজেও গোলাপির ছোঁয়া রেখেছেন। গ্লিটারি রোজ পিংক আইশ্যাডোর ওপর সুন্দর করে আইলাইনার এঁকে দিয়েছেন চোখের পাতায়। আর ঠোঁট সাজিয়েছেন গোলাপি লিপগ্লসে। তারপর গালেও গোলাপি রঙ্গের ব্লাশ অন দিয়ে সাজে এনেছেন বার্বিকোর ভাব।
এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী কানে পরেছেন মুক্তা ও সাদা পাথরের দুল, হাতে ব্রেসলেট আর আংটি। সাজপোশাকে গোলাপির আধিক্য থাকলেও অভিনেত্রী পায়ে পরেছেন একদম বিপরীত রঙের জুতা। লেমন হিল পরেছেন তিনি। তারপর ফ্রেমবন্দী হয়েছেন নানা ভঙ্গিমায়।