খাদিজা পারভীন বর্ষাকে সবাই চেনেন তাঁর প্রযোজক ও অভিনেতা স্বামী অনন্ত জলিলের নায়িকা হিসেবেই। পর্দায় এখন তাকে সেভাবে দেখা না গেলেও বর্ষার আপডেট পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। কখনো এথনিক কখনো ওয়েস্টার্ন লুকে তিনি ফ্রেমে ধরা দেন। আর বর্ষার সুন্দর মুখশ্রী ও আকর্ষণীয় ফিগার সবসময় মুগ্ধ করে ভক্তদের। অনুষ্ঠানে আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বর্ষার কিছু ওয়েস্টার্ন লুক দেখে আসি চলুন।