বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আর শবনম বুবলী। পারিবারিক দ্বৈরথ আর সম্পর্কের টানাপোড়েনের কারণে আলোচনায়ও থাকেন বেশ। আবার সম্প্রতি তাদের দুজনেরই চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তবে সব কিছু ছাপিয়ে এই দুই অনিন্দ্যসুন্দরী নায়িকার রূপে মুগ্ধ দর্শক ও অনুরাগী রয়েছেন অগণিত। শাড়ি বা এথনিক পোশাকেই বেশি দেখা যায় অপু ও বুবলীকে।
কিন্তু আনজারা লাইফস্টাইল আর তাদেরই লাক্সারি লেবেল নাজারার গাউনে অপু-বুবলী নজর কেড়েছেন বেশ। স্ট্রাকচারড গাউনের সঙ্গে গ্ল্যামারাস আর জমকালো লুকে তাঁদের দুজনকে আলাদাভাবেই দেখা গেল ব্র্যান্ডটির ফটোশুট আর এক অনুষ্ঠানে তোলা ছবিগুলোতে৷
আনজারার ফটোশুটে অপু বিশ্বাস পরেছেন ক্রিমরঙা গাউন। মুক্তার আদলের পুঁতি বা ফো পার্লের লহর বসানো কারুকাজ এতে। গাউনের ওপরের অংশে শিয়ার ফেব্রিক, উঁচু নেকলাইন। কারসাজি সব বুকের জায়গায় আর কাঁধে। এক কাঁধে স্ট্রাকচারড ফেব্রিক এক্সটেনশন আর আরেক দিকে কাঁচুলি ঘরানার অংশে সেই মুক্তার লহর।
এক্সটেনশন থেকে কোমরে এসে জড়ো হওয়া অংশে বাকলের সৃজনশীল ব্যবহার। দীর্ঘ সাটিনের ট্রেন নজর কেড়েছে। এক হাতে মুক্তার মালা পেঁচিয়ে রাখা। কানে ময়ূরকণ্ঠী নীল আর সাদা পাথরের ঝোলানো দুল। চুল সিঁথি ছাড়া, টেনে পেছনে বাঁধা। উইং দেওয়া আইলাইনার আর বোল্ড ম্যানিকিওর চোখে পড়ছে। বেশ রাজসিক ভাব আছে পুরো সাজপোশাকে।
বুবলীকে দেখা যাচ্ছে চমৎকার এক ভিন্নধর্মী গাউনে। আর পোশাকটি এই আনজারারই। কফিরঙা সাটিন গাউনটিতে স্ট্রাকচারড প্যাটার্ন আছে এক কাঁধের ডিটেলইড কাজে। আর অন্য দিকের হাতায় একই সাটিন ফেব্রিকের রাফল দেওয়া লেয়ার যেটি কটিদেশ পর্যন্ত নেমে এসেছে।
আর সেখান থেকেই লেয়ারের এক্সটেনশন নেমেছে নিচ পর্যন্ত। এখানেও নেকলাইন–সংলগ্ন বুকের জায়গায় শিয়ার ফেব্রিকের ব্যবহার রয়েছে। ঘেরে ঘন প্লিটস। বাদামি এক্সটেনশন রেখেছেন চুলে বুবলী। আর মাঝসিঁথি করে দুই দিকে স্ট্র্যান্ডস। ম্যাচিং বাদামি পাথরের দুল আর লকেট দেওয়া নেকপিস, নীলচে কন্ট্যাক্ট লেন্স আর গোলাপি ঠোঁটে অপূর্ব লাগছেন বুবলী।
ছবি: ইন্সটাগ্রাম ও ফেসবুক