পূজায় বিদ্যা সিনহা মিমের লাল টুকটুকে রূপ
শেয়ার করুন
ফলো করুন

পূজায় লাল শাড়ি তো লাগবেই। ঐতিহ্যবাহী লাল টুকটুকে রূপে প্রতিমা দর্শন আর ঘুরে বেড়ানোর ছবিতে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সত্যিই অতুলনীয়।
দুর্গাপূজার দিনগুলোর মধ্যে একদিন তো লাল শাড়ি পরতেই হবে। নাহলে যেন কোথাও একটা অসম্পূর্ণতা রয়ে যাবে।

এমনিতে নানা গ্ল্যামারাস আর আধুনিক রূপে নিজেকে উপস্থাপন করেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কিন্তু পূজার সময় প্রতিমা দর্শন আর নিজের মতো করে ঘোরাঘুরি করতে তিনি বেছে নিয়েছেন শাশ্বত বাঙালি সাজ। আর তাও লাল টুকটুকে রাঙা বৌরূপে।

বিজ্ঞাপন

ঝলমলে সোনালি প্লেইন পাড় আর মাঝারি বুটি দেওয়া সিঁদুরলাল বেনারসি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মিম নিজেই লিখেছেন পূজা লুক। এমন একটা শাড়িই যেন পরা উচিত এ রকম দিনে। পিঠখোলা ট্যাসেল বাঁধা ক্ল্যাসিক হাতার ব্লাউজ সঙ্গে পরেছেন মিম।

হাতের লাল চুড়ির গোছা, কানের সোনালি বড় গোল পাশা আর সোনালি ভারী চোকারে খাঁটি বাঙালি আমেজ। লাল টিপ, সিঁদুর আর আলতায় মোহনীয় মিমের সাজে বাড়াবাড়ি নেই। টেনে বাঁধা খোঁপায় সাদা গাজরা পুরো লুককে পূর্ণতা দিয়েছে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০১: ০২
বিজ্ঞাপন