বলতে গেলে একেবারে নবীন অভিনেত্রী তিনি। এর মাঝেই জনপ্রিয় সব নায়কের বিপরীতে নাটকে অভিনয় করা শেষ। প্রশংসিতও হচ্ছেন বেশ। নাজনিন নাহার নীহা তাঁর নাম। অনেকে আরেক মিষ্টি হাসির অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে গুলিয়ে ফেলেন তাঁকে। যাই হোক, এমনিতেই সবাই মজে আছে এই নবীন অভিনেত্রীর চার্মে। এর মাঝে 'মেঘবালিকা' নাটক দিয়ে সবার ক্রাশে পরিণত হয়েছেন তিনি। জনপ্রিয় ও অভিজ্ঞ অভিনেতা জিয়াউল হক অপূর্বকে দেখা গিয়েছে এখানে নীহার সঙ্গে। ইতিমধ্যেই 'মনদুয়ারী' নাটকের মনমাতানো এই জুটি আবার লুফে নিয়েছেন সবাই। আর সাদামাটা ও স্নিগ্ধ লুকের সঙ্গে সঙ্গে নানা আকর্ষণীয় সাজপোশাকে 'মেঘবালিকা' নীহাকে এখন জাতীয় ক্রাশ বলাই যায়।নী
ছবি: নাজনিন নীহার ফেসবুক ও ইন্সটাগ্রাম