বছরজুড়ে ভাবনার ১০ রূপ
শেয়ার করুন
ফলো করুন

সারা বছর তারকাদের সাজপোশাক নিয়ে তাঁদের ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। এককথায়, তাঁরা ট্রেন্ড সেটার। বছরজুড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার আলোচিত ও প্রশংসিত ১০টি লুক নিয়ে আজকের আয়োজন রইল ফ্যাশনসচেতন পাঠকদের জন্য।

১/১০
ছবিটা দেখে একপলকে মনে হবে, উপন্যাসের কোনো নায়িকা এসে দাঁড়িয়েছে বারান্দার বাগানবিলাসের সঙ্গে দেখা করতে। অভিনেত্রী ভাবনা এই ছবিতে পরেছেন খুব সুন্দর একটা লাইট মিন্ট রঙের শাড়ি। সঙ্গে জুটি বেঁধেছে সাদা লেইসের ব্লাউজ। সঙ্গে আবেদন যোগ করেছে তাঁর ছিমছাম সাজ আর ঢিলেঢালা বিনুনি
ছবিটা দেখে একপলকে মনে হবে, উপন্যাসের কোনো নায়িকা এসে দাঁড়িয়েছে বারান্দার বাগানবিলাসের সঙ্গে দেখা করতে। অভিনেত্রী ভাবনা এই ছবিতে পরেছেন খুব সুন্দর একটা লাইট মিন্ট রঙের শাড়ি। সঙ্গে জুটি বেঁধেছে সাদা লেইসের ব্লাউজ। সঙ্গে আবেদন যোগ করেছে তাঁর ছিমছাম সাজ আর ঢিলেঢালা বিনুনি
বিজ্ঞাপন
২/১০
অভিনেত্রী এখানে নজর কেড়েছেন, সিলভার রঙের অসাধারণ একটি ফিউশন গাউনে। শাড়িপ্রাণিত গাউন বললেও ভুল হবে না
অভিনেত্রী এখানে নজর কেড়েছেন, সিলভার রঙের অসাধারণ একটি ফিউশন গাউনে। শাড়িপ্রাণিত গাউন বললেও ভুল হবে না
বিজ্ঞাপন
৩/১০
পার্পেল জামদানির  সঙ্গে ট্রেন্ডের তুঙ্গে থাকা সিকুইনের কালো রঙের ডিপ নেক ব্লাউজে ফ্রেমবন্দী হয়েছেন ভাবনা
পার্পেল জামদানির  সঙ্গে ট্রেন্ডের তুঙ্গে থাকা সিকুইনের কালো রঙের ডিপ নেক ব্লাউজে ফ্রেমবন্দী হয়েছেন ভাবনা
৪/১০
স্যুট কলারের ফুলস্লিভ ড্রেস পরেছেন ভাবনা। এই পোশাকের মূল আকর্ষণ, জমিনের পুরোটাই ঝলমলে নীল রঙের সিকুইন সজ্জিত কাজ। এর সঙ্গে ভাবনার আকর্ষণীয় সাজ বাড়িয়েছে বাড়তি আবেদন
স্যুট কলারের ফুলস্লিভ ড্রেস পরেছেন ভাবনা। এই পোশাকের মূল আকর্ষণ, জমিনের পুরোটাই ঝলমলে নীল রঙের সিকুইন সজ্জিত কাজ। এর সঙ্গে ভাবনার আকর্ষণীয় সাজ বাড়িয়েছে বাড়তি আবেদন
৫/১০
ধূসর আর সাদার মাঝামাঝি এক প্যাস্টেল শেডের শিফনে তৈরি আউটফিটে নজর কেড়েছেন ভাবনা। প্রায় একই টোন ও রুপালির সমন্বয়ে কারুকার্যখচিত লম্বা এথনিক গাউন ধরনের পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ডিপ ভি শেপের নেকলাইন। সঙ্গে অভিনেত্রী নিয়েছেন শিফনের ওড়না
ধূসর আর সাদার মাঝামাঝি এক প্যাস্টেল শেডের শিফনে তৈরি আউটফিটে নজর কেড়েছেন ভাবনা। প্রায় একই টোন ও রুপালির সমন্বয়ে কারুকার্যখচিত লম্বা এথনিক গাউন ধরনের পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ডিপ ভি শেপের নেকলাইন। সঙ্গে অভিনেত্রী নিয়েছেন শিফনের ওড়না
৬/১০
হল্টারনেক টপের সঙ্গে হালকা কফি রঙের জামদানিতে ভাবনা যেন অপরূপা
হল্টারনেক টপের সঙ্গে হালকা কফি রঙের জামদানিতে ভাবনা যেন অপরূপা
৭/১০
এলবিডিতে (লিটল ব্ল্যাক ড্রেস) আবেদন ছাড়াচ্ছেন অভিনেত্রী। ভেলভেট ফেব্রিকসের ফুলস্লিভ এই আউটফিটের পেছনে রয়েছে আকর্ষণীয় কাটআউট নকশা
এলবিডিতে (লিটল ব্ল্যাক ড্রেস) আবেদন ছাড়াচ্ছেন অভিনেত্রী। ভেলভেট ফেব্রিকসের ফুলস্লিভ এই আউটফিটের পেছনে রয়েছে আকর্ষণীয় কাটআউট নকশা
৮/১০
কনের সাজপোশাকে মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী
কনের সাজপোশাকে মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী
৯/১০
দ্যুতি ছড়ানো নিয়ন ইয়েলো কাটআউট আর সাইড স্লিট গাউনে ভাবনার লুকে ফুটে উঠেছে পশ্চিমা আমেজ
দ্যুতি ছড়ানো নিয়ন ইয়েলো কাটআউট আর সাইড স্লিট গাউনে ভাবনার লুকে ফুটে উঠেছে পশ্চিমা আমেজ
১০/১০
প্যারট গ্রিন রঙের তাঁতের শাড়িতে এথনিক লুকে ক্যামেরাবন্দী হয়েছেন ভাবনা। এই শাড়ির পাড়টা গোলাপি। সঙ্গে জুটি বেঁধেছে হাফ স্লিভ সোনালি ব্লাউজ
প্যারট গ্রিন রঙের তাঁতের শাড়িতে এথনিক লুকে ক্যামেরাবন্দী হয়েছেন ভাবনা। এই শাড়ির পাড়টা গোলাপি। সঙ্গে জুটি বেঁধেছে হাফ স্লিভ সোনালি ব্লাউজ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন