বিজয়ের লাল-সবুজে প্রিয় তারকারা
শেয়ার করুন
ফলো করুন

আমাদের দেশের ফ্যাশন জগতে জাতীয় পতাকার লাল-সবুজে নিজেকে সাজিয়ে বিজয় দিবস উদযাপনের ঐতিহ্য বহু বছরের। আজ মহান বিজয় দিবস। আমাদের সকলের প্রিয় তারকাদের লাল-সবুজ লুকগুলোকে এক জায়গায় এনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার রং উদযাপনের একটি প্রয়াস রইল এখানে। ছবিগুলো তারকাদের ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/১৭
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের লাল ড্রেসটি সবুজ ঘাসের মাঝে পতাকার লাল সূর্যটা মনে করিয়ে দিচ্ছে
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের লাল ড্রেসটি সবুজ ঘাসের মাঝে পতাকার লাল সূর্যটা মনে করিয়ে দিচ্ছে
বিজ্ঞাপন
২/১৭
বেল স্লিভসের টপে কেয়া পায়েল আবারও পতাকার  রং পরেছেন।
বেল স্লিভসের টপে কেয়া পায়েল আবারও পতাকার রং পরেছেন।
বিজ্ঞাপন
৩/১৭
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম সেজেছেন রক্তলাল পোশাক আর ঠোঁটে।
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম সেজেছেন রক্তলাল পোশাক আর ঠোঁটে।
৪/১৭
গ্ল্যামারাস সবুজ ড্রেসে মোহনীয় মীম।
গ্ল্যামারাস সবুজ ড্রেসে মোহনীয় মীম।
৫/১৭
ফানুস ওড়ানোর আনন্দে উচ্ছসিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরেছেন খুব সুন্দর একটি লাল কামিজ।
ফানুস ওড়ানোর আনন্দে উচ্ছসিত জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পরেছেন খুব সুন্দর একটি লাল কামিজ।
৬/১৭
জলপাই সবুজে সুন্দরী মেহজাবীন। জলপাই গাছের ডাল কিন্তু শান্তির প্রতীক।
জলপাই সবুজে সুন্দরী মেহজাবীন। জলপাই গাছের ডাল কিন্তু শান্তির প্রতীক।
৭/১৭
হালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কিন্তু নাচের মেয়ে। এখানে নাচের লাল টুকটুকে সাজপোশাকে মুগ্ধ করছেন তিনি।
হালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কিন্তু নাচের মেয়ে। এখানে নাচের লাল টুকটুকে সাজপোশাকে মুগ্ধ করছেন তিনি।
৮/১৭
 অনুষঙ্গেও ধারন করা যায় পতাকাকে। সেই সঙ্গে দেশের গৌরব জামদানির লাল বুননে অনন্যা ভাবনা।
অনুষঙ্গেও ধারন করা যায় পতাকাকে। সেই সঙ্গে দেশের গৌরব জামদানির লাল বুননে অনন্যা ভাবনা।
৯/১৭
সবার প্রিয় অভিনেত্রী সাফা কবিরের লাল টপে পতাকার রং।
সবার প্রিয় অভিনেত্রী সাফা কবিরের লাল টপে পতাকার রং।
১০/১৭
সাফার মতো সবুজ ফ্ল্যানেল শার্টেও পতাকাকে ধরে রাখা যায়।
সাফার মতো সবুজ ফ্ল্যানেল শার্টেও পতাকাকে ধরে রাখা যায়।
১১/১৭
নতুন প্রজন্মের সাড়া জাগানো অভিনেত্রী সাদিয়া আয়মান সাগরের তীরে গিয়ে পরেছেন লাল টপ।
নতুন প্রজন্মের সাড়া জাগানো অভিনেত্রী সাদিয়া আয়মান সাগরের তীরে গিয়ে পরেছেন লাল টপ।
১২/১৭
উজ্জ্বল সবুজ ওড়নায় কেয়া পায়েল পতাকার রঙে জড়িয়েছেন  নিজেকে।
উজ্জ্বল সবুজ ওড়নায় কেয়া পায়েল পতাকার রঙে জড়িয়েছেন নিজেকে।
১৩/১৭
ফ্যাশনিস্তা অভিনেত্রী সুনেরাহর ইট লাল শাড়িটি সাদামাটা হলেও তাঁকে লাগছে অত্যন্ত আকর্ষণীয়।
ফ্যাশনিস্তা অভিনেত্রী সুনেরাহর ইট লাল শাড়িটি সাদামাটা হলেও তাঁকে লাগছে অত্যন্ত আকর্ষণীয়।
১৪/১৭
হালকা সবুজ শাড়িতে মন কাড়ছেন সুনেরাহ।
হালকা সবুজ শাড়িতে মন কাড়ছেন সুনেরাহ।
১৫/১৭
অবকাশ যাপনে দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের পছন্দ লাল পোশাক।
অবকাশ যাপনে দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের পছন্দ লাল পোশাক।
১৬/১৭
ফুলেল ডিটেইলিং দেওয়া সবুজ ড্রেসটিতে ফারিণ যে কারও নজর কাড়বেন।
ফুলেল ডিটেইলিং দেওয়া সবুজ ড্রেসটিতে ফারিণ যে কারও নজর কাড়বেন।
১৭/১৭
গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়ার জমকালো শাড়িতে লাল আর সবুজ দুই রঙই আছে।
গ্ল্যামারাস অভিনেত্রী নুসরাত ফারিয়ার জমকালো শাড়িতে লাল আর সবুজ দুই রঙই আছে।
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০১: ৩৫
বিজ্ঞাপন