গোলাপির আভায় আলিয়ার মোহনীয় লুক
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশনের দৌড়ে একের পর এক বাজিমাত করে চলেছেন আলিয়া ভাট। তাঁর প্রতিটি লুক যেন ফ্যাশনিস্তা ভক্তরা সাদরে লুফে নেন। আসলে যেকোনো আউটফিটেই আলিয়া ফিট। প্রতিবার নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। সম্প্রতি অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন গোলাপি শাড়ির লুকে। চলুন দেখে আসি, তাঁর চোখজুড়ানো সাজপোশাকের ছবিগুলো—

১/৭
ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা প্যাস্টেল পিঙ্ক রঙের শাড়িতে আলিয়া। পুরো শাড়ি সিকুইন দিয়ে সজ্জিত।
ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা প্যাস্টেল পিঙ্ক রঙের শাড়িতে আলিয়া। পুরো শাড়ি সিকুইন দিয়ে সজ্জিত।
বিজ্ঞাপন
২/৭
জুটি হয়েছে প্লাঞ্জিং নেকলাইনের স্লিভলেস ব্লাউজ।
জুটি হয়েছে প্লাঞ্জিং নেকলাইনের স্লিভলেস ব্লাউজ।
বিজ্ঞাপন
৩/৭
মিনিমাল মেকআপ পছন্দ আলিয়ার। প্রাধান্য পেয়েছে গোলাপি শিমারি আইশ্যাডো, মাসকারা, ব্লাশ অন ও ন্যুড পিঙ্ক লিপস্টিক। পুরো সাজে ফুটে উঠেছে হালকা গোলাপি আভা।
মিনিমাল মেকআপ পছন্দ আলিয়ার। প্রাধান্য পেয়েছে গোলাপি শিমারি আইশ্যাডো, মাসকারা, ব্লাশ অন ও ন্যুড পিঙ্ক লিপস্টিক। পুরো সাজে ফুটে উঠেছে হালকা গোলাপি আভা।
৪/৭
এই শাড়ির সঙ্গে সব্যসাচীর আর্কাইক গোল্ড ভিন্টেজ নেকপিস পরেছেন আলিয়া। কানে ডায়মন্ড স্টাড, আঙুলে বিয়ের আংটি।
এই শাড়ির সঙ্গে সব্যসাচীর আর্কাইক গোল্ড ভিন্টেজ নেকপিস পরেছেন আলিয়া। কানে ডায়মন্ড স্টাড, আঙুলে বিয়ের আংটি।
৫/৭
মাঝ সিঁথি করা ক্ল্যাসিক গ্রিক হেয়ারস্টাইলে ধরা দিয়েছেন অপরূপা।
মাঝ সিঁথি করা ক্ল্যাসিক গ্রিক হেয়ারস্টাইলে ধরা দিয়েছেন অপরূপা।
৬/৭
৭/৭
এভাবে আকর্ষণীয় শাড়ির স্নিগ্ধ লুকে বিয়েবাড়িতে স্পটলাইট কাড়লেন আলিয়া।
এভাবে আকর্ষণীয় শাড়ির স্নিগ্ধ লুকে বিয়েবাড়িতে স্পটলাইট কাড়লেন আলিয়া।

ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২: ০৯
বিজ্ঞাপন