ফ্যাশনের দৌড়ে একের পর এক বাজিমাত করে চলেছেন আলিয়া ভাট। তাঁর প্রতিটি লুক যেন ফ্যাশনিস্তা ভক্তরা সাদরে লুফে নেন। আসলে যেকোনো আউটফিটেই আলিয়া ফিট। প্রতিবার নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। সম্প্রতি অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন গোলাপি শাড়ির লুকে। চলুন দেখে আসি, তাঁর চোখজুড়ানো সাজপোশাকের ছবিগুলো—
ছবি: আলিয়া ভাটের ইন্সটাগ্রাম