শুভশ্রী গাঙ্গুলির অভিনয়শৈলী আর সৌন্দর্য নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সংদার করছেন, মা হয়েছেন। শিশুকন্যার সঙ্গে হৃদয়ছোঁয়া নানা মুহূর্ত শেয়ারও করেন তিনি ভক্তদের সঙ্গে। মা হওয়ার পর এই অভিনেত্রী এখন দাপটে ফিরেছেন রূপালি পর্দায়। ফিটনেস ফিরিয়ে চমক জাগাচ্ছেন নানা লুকে টালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই অভিনেত্রী। চলুন তবে শুভশ্রীর সাম্প্রতিক কিছু চমক জাগানো লুকে দেখে আসি।
ছবি: শুভশ্রীর ইন্সটাগ্রাম