শীত চলেই এসেছে। আর এ কথা জানান দিচ্ছেন কেয়া পায়েল। শীতের সকালে ধোঁয়া ওঠা এক মগ চা নিয়ে অভিনেত্রী তাঁর সুন্দর চুলগুলো ছেড়ে ফ্রেমবন্দী হয়েছেন। মেজেন্টা পিঙ্ক সোয়েটার পরেছেন তিনি এই ছবিতে। এরসঙ্গে বটমে জুটি বেঁধেছে কালো রঙের ফ্লেয়ার প্যান্ট। একদমই বাড়তি মেকআপ করেননি অভিনেত্রী। তবে চোখে কালো আইলাইনার আর ঠোঁটে টিন্টেড লিপস্টিক দিয়েছেন তিনি।
অভিনেত্রী এ ছবিতে বেছে নিয়েছেন ওয়েস্টার্ন লুক। কফি রঙের খুব স্টাইলিশ একটা র্যাপ স্কার্ট পরেছেন তিনি। এর সঙ্গে শেওলা রঙের একটি ফুলহাতা টপ টাক ইন করেছেন অভিনেত্রী। টপের জমিনে কফি রঙের ছোট ছোট ফ্লোরাল নকশা রয়েছে। অভিনেত্রী এই আউটফিটের সঙ্গে ওভারসাইজ সানগ্লাস নিয়েছেন আর পায়ে পরেছেন বাদামি রঙের লেদার জুতা।
ছিমছাম ওয়েস্টার্নে নজর কেড়েছেন কেয়া পায়েল। তিনি পরেছেন লাইট মিন্ট রঙের ওয়ান শোল্ডার মিডি ড্রেস । মনোক্রম লুকে তাঁকে বেশ লাগছে । এ আউটফিটের সঙ্গে তিনি হাতে পরেছেন স্মার্ট ওয়াচ আর পায়ে ট্রেন্ডি সাদা স্নিকার। তিনি সেজেছেন নো মেকআপ মেকআপ লুকে।