বর্তমান সময়ে কনের সাজপোশাকে আইভরি থিম বা হোয়াইট ব্রাইডের ধারণাটি এখন ট্রেন্ডের তুঙ্গে৷ আবার বলিউডের অনুপ্রেরণায় প্যাসটেল শেডের পোশাকের আবেদনও খুব বেশি এখন। কনেরা বিয়ের পোশাকের জন্য বেছে নিচ্ছেন গোলাপির বিভিন্ন নরম শেড। আবার যত যাই বলিনা কেন, লাল টুকটুকে বউয়ের কোনো তুলনা হয়না। তাই ঐতিহ্য মেনে প্রথাগত সাজে লাল বেনারসি বা জামদানি শাড়ি বেছে নিচ্ছেন অনেকেই তাঁদের বিশেষ দিনে পরার জন্য। লেহেঙ্গার ট্রেন্ড এখনও বেশ শক্ত অবস্থানে আছে। রেডিমেড লেহেঙ্গার পাশাপাশি অনেকেই নিজের মতো করে বানিয়ে নিচ্ছেন ডিজাইনার লেবেলগুলো থেকে৷ সাজের ক্ষেত্রে 'নো মেকআপ' মেকআপ লুক এখন খুব জনপ্রিয়। আর আবহাওয়া বিবেচনায় গ্লাস ফিনিশের সফট গ্ল্যাম মেকওভারও খুব মানানসই এখন। দেশের নতুন প্রজন্মের প্রতিভাবান আর মিষ্টি হাস্যোজ্জ্বল মুখশ্রীর জন্য জনপ্রিয় সাদিয়া আয়মান আইভরি, প্যাস্টেল গোলাপি আর টুকটুকে লাল কনের সাজে চমৎকার কিছু ছবি শেয়ার করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই লুকগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে আপনিও নিজেকে সাজাতে পারেন বিয়ের দিনে৷ ছবিগুলো ইন্সটাগ্রাম থেকে নেওয়া।