এই ওয়েবসাইট ব্যবহার করার মধ্য দিয়ে আপনি আমাদের গোপনীয়তা নীতি তে সম্মতি দিয়েছেন
ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছেন ‘বলিউড বম্বশেল’
শেয়ার করুন
ফলো করুন

‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত’ আর ‘টিপ টিপ বারসা পানি’র মতো স্মরণীয় গানে নিজের স্টাইল আর আবেদনময়ী লুকে এই বলিউড অভিনেত্রী ঘায়েল করেছেন সবাইকে। এর দুই দশকের বেশি সময় পর রাভিনা ট্যান্ডন চমক সৃষ্টি করেছেন নতুন ওয়েব সিরিজ ‘কার্মা কলিং’ দিয়ে। এই ধারাবাহিক নাটকে তিনি শক্তিময়ী আর গ্ল্যামারাস এক নারীর ভূমিকায় অভিনয় করছেন। এখানে তাঁর সাজপোশাক আর আকর্ষণীয় লুকের জন্য তুমুল আলোচনায় এসেছেন রাভিনা। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ভিডিও ও ছবিতে কালোত্তীর্ণ বলিউড বম্বশেল রাভিনা ট্যান্ডনের সাম্প্রতিক সময়ের নানা লুক দেখে নিই চলুন।

১/৮
কে বলবে পঞ্চাশ ছুঁতে আর মাত্র এক বছর বাকি এই বলিউড বম্বশেলের! স্টাইলিশ লেয়ারিং করা মেটালিক সোনালি-কালো আউটফিটে সুপারফিট রাভিনা ট্যান্ডন। সঙ্গে মানানসই হিলস।
কে বলবে পঞ্চাশ ছুঁতে আর মাত্র এক বছর বাকি এই বলিউড বম্বশেলের! স্টাইলিশ লেয়ারিং করা মেটালিক সোনালি-কালো আউটফিটে সুপারফিট রাভিনা ট্যান্ডন। সঙ্গে মানানসই হিলস।
বিজ্ঞাপন

বডিকন ওপরের অংশের সঙ্গে ড্রেপিং করা বটমের সবুজ শিয়ার ফেব্রিকের ড্রেসে নজর কেড়েছেন রাভিনা

বিজ্ঞাপন
২/৮
কালো লেসের ব্রালেট ডিজাইনের সঙ্গে  করসেট প্যাটার্নের মেলবন্ধনের এই টপে রাভিনা মোহনীয়া।
কালো লেসের ব্রালেট ডিজাইনের সঙ্গে করসেট প্যাটার্নের মেলবন্ধনের এই টপে রাভিনা মোহনীয়া।
৩/৮
বুদ্ধিদীপ্ত লেয়ারিং হয়েছে ম্যাচিং কালো জ্যাকেটে। সঙ্গে কালো স্ট্রেটকাট প্যান্টে মনোক্রোম অল ব্ল্যাক লুক দারুণ মানিয়েছে রাভিনাকে।
বুদ্ধিদীপ্ত লেয়ারিং হয়েছে ম্যাচিং কালো জ্যাকেটে। সঙ্গে কালো স্ট্রেটকাট প্যান্টে মনোক্রোম অল ব্ল্যাক লুক দারুণ মানিয়েছে রাভিনাকে।
৪/৮
মিরর ডিটেইলস দেওয়া আবেদনময়ী গভীর নেকলাইনের টপ আর জ্যাকেট ম্যাচিং করে পরেছেন রাভিনা। মিরর বর্ডার দেওয়া প্যান্ট রয়েছে সঙ্গে। রাভিনার টোন করা অ্যাবস চোখ এড়াচ্ছে না।

আসন্ন সিরিজ ‘কার্মা কলিং’-এর প্রেস কনফারেন্সে রাভিনার এই লুক সাড়া জাগিয়েছে। গ্ল্যামার আর খল নায়িকাসুলভ ভাইব—দুটিই রয়েছে পুরো সাজপোশাকে। বোল্ড লাল লিপ কালার আরও আবেদন যোগ করেছে। অনেকে বলছেন, এই কালো সিকুইনড ফেব্রিকের স্ট্রাকচার্ড কাটআউট গাউনের লুকটি অ্যাঞ্জেলিনা জোলির ম্যালিফিসেন্ট মুভির লুক থেকে অনুপ্রাণিত।

৫/৮
নট দেওয়া মিনিমাল ডিজাইনের অফ হোয়াইট সাটিন ড্রেস ও লম্বা ঝোলানো দুল আর সিগনেচার খোলা চুলের হেয়ারস্টাইলে অনন্যা রাভিনা।
নট দেওয়া মিনিমাল ডিজাইনের অফ হোয়াইট সাটিন ড্রেস ও লম্বা ঝোলানো দুল আর সিগনেচার খোলা চুলের হেয়ারস্টাইলে অনন্যা রাভিনা।
৬/৮
শাড়ির লুকেও সমান আবেদনময়ী এই সময়কে হার মানানো ডিভা। সিকুইন ও শিয়ার ফেব্রিকের শাড়ির ট্রেন্ডে নিজেকে সাজিয়েছেন তিনি এখানে। বেছে নিয়েছেন রুপালি রং।
শাড়ির লুকেও সমান আবেদনময়ী এই সময়কে হার মানানো ডিভা। সিকুইন ও শিয়ার ফেব্রিকের শাড়ির ট্রেন্ডে নিজেকে সাজিয়েছেন তিনি এখানে। বেছে নিয়েছেন রুপালি রং।
৭/৮
বয়স আসলেই রাভিনার কাছে সংখ্যামাত্র। তবে তিনি তাঁর ফিটনেস ধরে রেখেছেন ব্যায়াম আর খাদ্যাভ্যাসের মাধ্যমে।
বয়স আসলেই রাভিনার কাছে সংখ্যামাত্র। তবে তিনি তাঁর ফিটনেস ধরে রেখেছেন ব্যায়াম আর খাদ্যাভ্যাসের মাধ্যমে।
৮/৮
এই বলিউড বম্বশেল সময় ও পরিবেশ অনুযায়ী অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও মানানসইভাবে নিজেকে উপস্থাপন করেন। এখানেএথনিক ওয়্যারেও রাভিনা সব সময়ের মতো আকর্ষণীয়।
এই বলিউড বম্বশেল সময় ও পরিবেশ অনুযায়ী অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও মানানসইভাবে নিজেকে উপস্থাপন করেন। এখানেএথনিক ওয়্যারেও রাভিনা সব সময়ের মতো আকর্ষণীয়।
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৪: ১০
বিজ্ঞাপন