‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত’ আর ‘টিপ টিপ বারসা পানি’র মতো স্মরণীয় গানে নিজের স্টাইল আর আবেদনময়ী লুকে এই বলিউড অভিনেত্রী ঘায়েল করেছেন সবাইকে। এর দুই দশকের বেশি সময় পর রাভিনা ট্যান্ডন চমক সৃষ্টি করেছেন নতুন ওয়েব সিরিজ ‘কার্মা কলিং’ দিয়ে। এই ধারাবাহিক নাটকে তিনি শক্তিময়ী আর গ্ল্যামারাস এক নারীর ভূমিকায় অভিনয় করছেন। এখানে তাঁর সাজপোশাক আর আকর্ষণীয় লুকের জন্য তুমুল আলোচনায় এসেছেন রাভিনা। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ভিডিও ও ছবিতে কালোত্তীর্ণ বলিউড বম্বশেল রাভিনা ট্যান্ডনের সাম্প্রতিক সময়ের নানা লুক দেখে নিই চলুন।
বডিকন ওপরের অংশের সঙ্গে ড্রেপিং করা বটমের সবুজ শিয়ার ফেব্রিকের ড্রেসে নজর কেড়েছেন রাভিনা
আসন্ন সিরিজ ‘কার্মা কলিং’-এর প্রেস কনফারেন্সে রাভিনার এই লুক সাড়া জাগিয়েছে। গ্ল্যামার আর খল নায়িকাসুলভ ভাইব—দুটিই রয়েছে পুরো সাজপোশাকে। বোল্ড লাল লিপ কালার আরও আবেদন যোগ করেছে। অনেকে বলছেন, এই কালো সিকুইনড ফেব্রিকের স্ট্রাকচার্ড কাটআউট গাউনের লুকটি অ্যাঞ্জেলিনা জোলির ম্যালিফিসেন্ট মুভির লুক থেকে অনুপ্রাণিত।