অভিনেত্রী সাফা কবিরের অভিনয়শৈলীর পাশাপাশি সবসময় আলোচনায় থাকে তাঁর নায়াচারাল বিউটি। সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য তাঁকে সব লুকেই লাগে মোহনীয়। তবে তাঁর এই প্রাকৃতিক সৌন্দর্যে অন্য মাত্রা এসেছে অজিল্যান্ড তথা অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়ে শেয়ার করা কনে দেখা আলো আর রোদের ছটায় তোলা ছবিগুলোতে। চলুন তবে দেখে নিই সাফার এই দুই নজরকাড়া লুক।
ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম