চিত্রনায়িকা পরীমনি মানেই আলাদা চমক। তাঁর দ্যুতি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না। অন্যদিকে তিনি যা পরেন, তাতেই অপরূপা। সাজপোশাক আর স্টাইলিংয়ের ব্যাপারে পরীর খেয়াল যেকোনো পরিস্থিতিতেই থাকে শতভাগ। ঘটনাবহুল জীবনে বহু ধরনের প্রতিকূল পরিস্থিতি আর আলোচনা–সমালোচনায় থাকেন তিনি। তবু সব ছাপিয়ে সৌন্দর্য আর প্রাণবন্ত আমেজ অটুট থাকে সব লুকেই। কিছুদিন আগে ইন্সটাগ্রাম সবুজ রঙে রাঙিয়েছিলেন এই সুন্দরী অভিনেত্রী। এবার রক্তজবা লুকে ,লাল শাড়ি পরে ফ্রেমবন্দী হয়েছেন তিনি প্রকৃতির সান্নিধ্যে।