এবার রক্তজবা লুকে পরীমনি
শেয়ার করুন
ফলো করুন

চিত্রনায়িকা পরীমনি মানেই আলাদা চমক। তাঁর দ্যুতি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না। অন্যদিকে তিনি যা পরেন, তাতেই অপরূপা। সাজপোশাক আর স্টাইলিংয়ের ব্যাপারে পরীর খেয়াল যেকোনো পরিস্থিতিতেই থাকে শতভাগ। ঘটনাবহুল জীবনে বহু ধরনের প্রতিকূল পরিস্থিতি আর আলোচনা–সমালোচনায় থাকেন তিনি। তবু সব ছাপিয়ে সৌন্দর্য আর প্রাণবন্ত আমেজ অটুট থাকে সব লুকেই। কিছুদিন আগে ইন্সটাগ্রাম সবুজ রঙে রাঙিয়েছিলেন এই সুন্দরী অভিনেত্রী। এবার রক্তজবা লুকে ,লাল শাড়ি পরে ফ্রেমবন্দী হয়েছেন তিনি প্রকৃতির সান্নিধ্যে।

১/৫
পরীমনি তাঁর ফেসবুকে এই লুকের ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে লিখেছেন, ‘একটা রক্তজবা’
পরীমনি তাঁর ফেসবুকে এই লুকের ছবিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে লিখেছেন, ‘একটা রক্তজবা’
বিজ্ঞাপন
২/৫
ডাই করা টুকটুকে লাল শাড়ি পরেছেন এই নায়িকা। ছেড়ে রাখা দিঘল চুল আর কানের পাশে অলংকার হয়ে উঠেছে রক্তজবা ফুল
ডাই করা টুকটুকে লাল শাড়ি পরেছেন এই নায়িকা। ছেড়ে রাখা দিঘল চুল আর কানের পাশে অলংকার হয়ে উঠেছে রক্তজবা ফুল
বিজ্ঞাপন
৩/৫
তাঁর দ্যুতি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না। কাজলকালো চোখ, লাল টিপ আর লিপস্টিক দেওয়া ঠোঁট। পরেছেন রুপার গয়না। এক হাতে সোনার ব্রেসলেট আর অন্য হাতের লাল কাচের চুড়িগুলোও নজর কাড়ছে
তাঁর দ্যুতি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না। কাজলকালো চোখ, লাল টিপ আর লিপস্টিক দেওয়া ঠোঁট। পরেছেন রুপার গয়না। এক হাতে সোনার ব্রেসলেট আর অন্য হাতের লাল কাচের চুড়িগুলোও নজর কাড়ছে
৪/৫
 হাত সাজিয়েছেন লাল নেইলপলিশে।
হাত সাজিয়েছেন লাল নেইলপলিশে।
৫/৫
জীবনের নানা বাধাবিপত্তি ছাপিয়ে সৌন্দর্য আর প্রাণবন্ত আমেজ সব লুকেই অটুট থাকে পরীর। প্রকৃতির সান্নিধ্যে ‘মি টাইম’ কাটাচ্ছেন তিনি
জীবনের নানা বাধাবিপত্তি ছাপিয়ে সৌন্দর্য আর প্রাণবন্ত আমেজ সব লুকেই অটুট থাকে পরীর। প্রকৃতির সান্নিধ্যে ‘মি টাইম’ কাটাচ্ছেন তিনি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২: ২৫
বিজ্ঞাপন