দীপিকা বা আলিয়া নন, এআই লুকের জরীপ বলছে এই দুই বলিউড ডিভা বৃদ্ধ বয়সে হবেন বেশি সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

প্রণব বিজয়ন নামের একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারী এআই দিয়ে একটি ভিডিও কোলাজ তৈরি করেছেন। সেখানে দেখা যাচ্ছে বলিউডের অভিনেত্রীরা তাদের বৃদ্ধ বয়সে কেমন হবে দেখতে। এই ভিডিও ক্লিপে আছে ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর , আনুশকা শর্মা ও অনন্যা পান্ডে।

ভিডিওটি শেয়ার করে প্রণব জানতে চেয়েছেন এখানে বয়স্ক এই লুকে কাকে বেশী এলিগেন্ট লাগছে?। পোস্টের মন্তব্যের ঘরে যোগ করেছেন একটি পোল সেকশনও।

সেখানে এখন পর্যন্ত ৩০ হাজার ভোট পড়েছে। তার মধ্যে ৩৫ শতাংশ লোকেরা বলছে শ্রদ্ধা কাপুর ও আনুশকা শর্মাকে সবচেয়ে বেশী সুন্দর লাগছে।

৩৪ শতাংশ ভোট পেয়েছে ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা চোপড়ার লুক। আলিয়া ভাট ও কারিনা কাপুরের এই বুড়িয়ে যাওয়া লুক ভোট পেয়েছে ১৯ শতাংশ। আর ১২ শতাংশ লোক পছন্দ করছে অনন্যা পাণ্ডে ও দীপিকা পাড়ুকোনের লুক।

অনেকেই মন্তব্য করছেন যে আনুশকা শর্মাকে একদম চেনা যাচ্ছে না। আবার ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন ক্যাটরিনার লুককে। তারা মন্তব্য করছেন বৃদ্ধ বয়সেও ক্যাটরিনাকে একই লাগছে।

প্রণব এর আগে তামিল ও মালায়লাম অভিনেতা আর অভিনেত্রীদের বৃদ্ধ বয়সের লুক নিয়েও ভিডিও তৈরি করে ভক্তদের চমকে দিয়েছেন।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৯: ১৮
বিজ্ঞাপন