অভিনেত্রী তানজিন তিশার রূপে সবসময় মজে থাকেন ভক্তরা। শাড়ি, লেহেঙ্গা বা সালওয়ার কামিজের মতো এথনিক পোশাকে তাঁর জুড়ি নেই। জমকালো বা সাদামাটা সাজে, সব রকম লুকেই তিনি সমান আকর্ষণ জাগান। এদিকে বিভিন্ন সময়ে পশ্চিমা পোশাকেও দেখি আমরা তাঁকে।ক্যাজুয়াল টিশার্ট, ড্রেস, গাউনসহ সব পোশাকেই সমান স্বচ্ছন্দ তিনি। তবে মাঝে মাঝে তানজিন তিশা কিন্তু বেছে নেন একেবারে অন্যরকম ফিউশনওয়্যার। এমন সব পোশাকে এই অভিনেত্রীর আকর্ষণ জাগানো ৭টি লুকে দেখে নিন চলুন এবারে।