কয়েক মাস ধরে চলছিল তাঁদের প্রাক্-বিবাহ পর্ব। এবার শুরু হয়ে গেছে আম্বানিদের বিয়ের চূড়ান্ত অনুষ্ঠান। ফ্যাশনপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই আয়োজনের জন্য। ভারতের সবচেয়ে আলোচিত ধনী পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি আর তাঁর হবু বউ রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। সেখানে তারকারা কী পরেছেন বা কীভাবে সেজেছেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। এই সংগীত অনুষ্ঠানে বেশির ভাগ সেলিব্রিটিরা চোখ ধাঁধিয়েছেন দেশি পোশাকে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে ট্রেন্ডি সিকুইনের পোশাক। শাড়ি, লেহেঙ্গা সবকিছুতে সিকুইনের কাজ।
ছবি: ইনস্টাগ্রাম