আম্বানিদের বিয়েবাড়ি: ঝলমলে সিকুইনের পোশাকে চোখ ধাঁধালেন এক ঝাঁক বলিউড সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

কয়েক মাস ধরে চলছিল তাঁদের প্রাক্‌-বিবাহ পর্ব। এবার শুরু হয়ে গেছে আম্বানিদের বিয়ের চূড়ান্ত অনুষ্ঠান। ফ্যাশনপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই আয়োজনের জন্য। ভারতের সবচেয়ে আলোচিত ধনী পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি আর তাঁর হবু বউ রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠানে বসেছিল তারার মেলা। সেখানে তারকারা কী পরেছেন বা কীভাবে সেজেছেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। এই সংগীত অনুষ্ঠানে বেশির ভাগ সেলিব্রিটিরা চোখ ধাঁধিয়েছেন দেশি পোশাকে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে ট্রেন্ডি সিকুইনের পোশাক। শাড়ি, লেহেঙ্গা সবকিছুতে সিকুইনের কাজ।

মাধুরী দীক্ষিত

১/৮
বলিউড ডিভা মাধুরী দীক্ষিতের সোনালি শাড়িটি বেশ নজর কেড়েছে। ঝলমলে সিকুইনের কাজ রয়েছে এই শিয়ার ফেব্রিকের শাড়িতে।
বলিউড ডিভা মাধুরী দীক্ষিতের সোনালি শাড়িটি বেশ নজর কেড়েছে। ঝলমলে সিকুইনের কাজ রয়েছে এই শিয়ার ফেব্রিকের শাড়িতে।
বিজ্ঞাপন

জাহ্নবী কাপুর  

২/৮
মনীশ মালহোত্রার ডিজাইনে ঝলমলে ‘ময়ূর’ লেহেঙ্গায় জাহ্নবী কাপুর। মারমেইড কাট লেহেঙ্গার পুরোটাতে আছে নীল ও সবুজ সিকুইনের এমবেলিশমেন্ট।  
মনীশ মালহোত্রার ডিজাইনে ঝলমলে ‘ময়ূর’ লেহেঙ্গায় জাহ্নবী কাপুর। মারমেইড কাট লেহেঙ্গার পুরোটাতে আছে নীল ও সবুজ সিকুইনের এমবেলিশমেন্ট।
বিজ্ঞাপন

খুশি কাপুর

৩/৮
গোলাপি সিকুইনের শাড়ি আর অফ দ্য শোল্ডার ব্লাউজে খুশি কাপুরকে একদম ‘দেশি বার্বি’ লাগছে। বার্বিকোরের ক্রেজ চলে গেলেও হট পিংক খুশির ক্রেজ বাড়বে এবার মনে হচ্ছে
গোলাপি সিকুইনের শাড়ি আর অফ দ্য শোল্ডার ব্লাউজে খুশি কাপুরকে একদম ‘দেশি বার্বি’ লাগছে। বার্বিকোরের ক্রেজ চলে গেলেও হট পিংক খুশির ক্রেজ বাড়বে এবার মনে হচ্ছে

দিশা পাটানি

৪/৮
বলিউডের আবেদনময়ী তারকা দিশা পাটানি এই দিন বেছে নিয়েছেন সাদার ওপর সোনালি সিকুইনের কাজ করা শাড়ি। সঙ্গে পরেছেন সোনালি ব্রালেট স্টাইলের ব্লাউজ।
বলিউডের আবেদনময়ী তারকা দিশা পাটানি এই দিন বেছে নিয়েছেন সাদার ওপর সোনালি সিকুইনের কাজ করা শাড়ি। সঙ্গে পরেছেন সোনালি ব্রালেট স্টাইলের ব্লাউজ।

শানায়া কাপুর

৫/৮
সবার পথে না হেঁটে ভিন্ন রঙের লেহেঙ্গা পরেছেন  শানায়া কাপুর। পাউডার ব্লু থেকে মেটালিক শেডের অ্মব্রে লেহেঙ্গায় শানায়াকে ডিজনি রাজকন্যার মতো লাগছিল।
সবার পথে না হেঁটে ভিন্ন রঙের লেহেঙ্গা পরেছেন শানায়া কাপুর। পাউডার ব্লু থেকে মেটালিক শেডের অ্মব্রে লেহেঙ্গায় শানায়াকে ডিজনি রাজকন্যার মতো লাগছিল।

অনন্যা পাণ্ডে

৬/৮
স্ট্র্যাপলেস ব্রালেটের সঙ্গে সিকুইনের শাড়ি পরেছেন জেন-জিদের অন্যতম প্রিয় স্টাইল আইকন বলিউড তারকা অনন্যা পাণ্ডে।
স্ট্র্যাপলেস ব্রালেটের সঙ্গে সিকুইনের শাড়ি পরেছেন জেন-জিদের অন্যতম প্রিয় স্টাইল আইকন বলিউড তারকা অনন্যা পাণ্ডে।

সারা আলী খান

৭/৮
অফ-হোয়াইট ও সোনালি সিকুইনের শাড়ি-লেহেঙ্গার রাজকীয় আমেজে সারা আলী খান।
অফ-হোয়াইট ও সোনালি সিকুইনের শাড়ি-লেহেঙ্গার রাজকীয় আমেজে সারা আলী খান।

মৌনী রায়

৮/৮
মৌনী রায় পরেছেন বাদামি সিকুইনের শাড়ি। পাথর ও মুক্তার এমবেলিশমেন্টের শর্ষে হলুদ ব্রালেট। এই আউটফিটে তাঁকে বেশ আবেদনময়ী লাগছিল।
মৌনী রায় পরেছেন বাদামি সিকুইনের শাড়ি। পাথর ও মুক্তার এমবেলিশমেন্টের শর্ষে হলুদ ব্রালেট। এই আউটফিটে তাঁকে বেশ আবেদনময়ী লাগছিল।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন