ছোটবেলার ‘রূপকথার গল্প’ বইয়ের সেই সুন্দরী রাজকন্যার কথা মনে আছে? রাজকন্যা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, আর পঙ্খিরাজ ঘোড়ায় চরে রাজপুত্তুর তাকে নিতে আসে। অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর এই মনোমুগ্ধকর স্নিগ্ধ ছবিগুলো দেখেও এমন দৃশ্য চোখে ভেসে ওঠে। ছোট পর্দার এই জনপ্রিয় মুখ এখন সমানতালে সামলাচ্ছেন অভিনয় আর মডেলিং–জীবন। সম্প্রতি তাঁকে দেখা গেছে বাংলাদেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড সাফিয়া সাথির ডিজাইনার আউটফিটে। হোয়াইট ব্রাইড লুকে তিনি ক্যামেরায় ধরা দিয়েছেন।
ডিজাইনার সাফিয়া সাথি তটিনীর এই পোশাকের নাম দিয়েছেন ‘হোয়াইট লিলি’। ছবিগুলো একনজরে দেখলে কিন্তু তা–ই মনে হবে।
অভিনেত্রী পরেছেন লং টেইল কাট হোয়াইট গাউন। নিখুঁত সিকুইনের কাজ, ফ্লোরাল এমব্রয়ডারি আর ফেদারের নকশার জন্য গাউনে ফুটে উঠেছে জাঁকজমকপূর্ণ আমেজ। গাউনের ফুল স্লিভের সঙ্গেই যুক্ত করা হয়েছে গ্লভস, তাই আলাদা করে সেটা পরতে হয়নি।
তবে সবকিছুকে ছাপিয়ে, সুন্দর হেয়ারস্টাইলের সঙ্গে মাথায় পরা সাদা পাথরের মুকুট আর সংযুক্ত ফ্লোর–ছোঁয়া লম্বা ওড়না অভিনেত্রীর লুকে এনেছে ‘রয়েল’ ভাব।
এই আউটফিটের সঙ্গে মেকআপ আর গয়নার যুগলবন্দীও দারুণ প্রশংসা পেয়েছে তটিনীর ভক্তদের কাছে। তাঁর এই অসাধারণ মেকআপের দায়িত্বে ছিলেন গ্ল্যামফ্রিক বাই ফারিন।
সফট গ্ল্যাম মেকআপে প্রাধান্য পেয়েছে ন্যুড ব্রাউন লিপ আর জমকালো আইশ্যাডো, আইলাইনার ও মাশকারা দেওয়া চোখের সাজ। অভিনেত্রীর মেকআপ লুক পরিপূর্ণ করেছে হাইলাইটার।
এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন প্যাস্টেল রঙের ভারী নেকপিস ও কানের দুল। সাফিয়া সাথির গাউন আর সাজে অভিনেত্রী তটিনী যেন সত্যিই হয়ে উঠেছেন রূপকথার হোয়াইট ব্রাইড।
ছবি: সাফিয়া সাথি