নগরীর স্কাইলাইন এখন লালে লাল হয়ে উঠছে। আগুনরঙা কৃষ্ণচূড়ার থোকা দেখা যাচ্ছে গাছে গাছে। গোলাপের মতো ফুলদানিতে জায়গা না পেলেও কৃষ্ণচূড়ার আছে এক আলাদা আবেদন। আর সে আবেদন যেন বহুগুণে বেড়ে গেছে অভিনেত্রী রুনা খানের কৃষ্ণচূড়া থিমের সাজপোশাকের ছবিগুলোতে। এক্সক্লুসিভ ব্লাউজের উদ্যোগ ডাস্টকোট দ্য ব্লাউজের ডিজাইনার আনার কলি খানের ডিজাইনটি সত্যিই দুর্দান্ত। আর সেই সঙ্গে পারফেক্ট রঙের যে জামদানিটি পরেছেন এই আকর্ষণীয় অভিনেত্রী, তা নেওয়া হয়েছে তাকওয়া ইউএসএ থেকে। রুনা খানের কাছ থেকেই জানা গেল, নিজেই সেজেছেন তিনি হালকা মেকওভারে। আর সবকিছু মিলিয়ে আলোকচিত্রী নূর এ আলম- এর তোলা ছবিতে রীতিমতো চোখ ধাঁধাচ্ছেন রুনা খান। তাঁকেই মনে হচ্ছে এক জীবন্ত কৃষ্ণচূড়া ফুল।