গাউন আর ড্রেসে কাট আউট স্টাইল বছর দুয়েক ধরে খুবই ট্রেন্ডি।
তবে বোল্ড ডিজাইনের কাট আউট প্যাটার্নের পোশাক সঠিক ভাবে ক্যারি করতে প্রয়োজন আকর্ষনীয় ফিগার। আর দিশা পাটানিকে এদিক থেকে অবশ্যই এগিয়ে রাখা যায়।
অত্যন্ত ফিটনেস সচেতন এই দীর্ঘাঙ্গী অভিনেত্রীকে মানিয়ে যায় সব পোশাকই। তবে কিছুইন আগের এই এল অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সাদা মনোক্রোম কাট আউট গাউনে দিশাকে সত্যিই লাগছে অত্যন্ত নজরকাড়া।
হাই থাই স্লিট দেওয়া এই বডিকন বা শরীর আঁকড়ে রাখা গাউনে সাহসী কাট আউট প্যাটার্ন। কোমরে দুইপাশে কাট আউটের মাঝে বেল্টের মতো অংশ। নুডল স্ট্র্যাপ দেওয়া ওপরের অংশেও স্ট্রিং দিয়ে জুড়ে দেওয়া গভীর কাট আউট।
গলায় কয়েক লহরের হালকা সাদা পাথরের নেকলেস। রূপালি আংটি, কানের স্টাড আর ব্রেসলেটেও সাদা পাথর।
ন্যুড শেডের সফট গ্ল্যাম মেক ওভার আর সাদামাটা আপডু করা চুলে দিশা পাটানি মুগ্ধ করেছেন সবাইকে এদিন।
ছবি: ইন্সটাগ্রাম