পরীমনি: সব ছাপিয়ে যেমন অপরূপা তিনি
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের অভিনেত্রী পরীমনিকে চেনেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। তাঁর দ্যুতি ছড়ানো রূপের প্রশংসা না করে পারা যায় না। অন্যদিকে তিনি যা পরেন, তাতেই অপরূপা। সাজপোশাক আর স্টাইলিংয়ের ব্যাপারে পরীর খেয়াল যেকোনো পরিস্থিতিতেই থাকে শতভাগ। ঘটনাবহুল জীবনে বহু ধরনের প্রতিকূল পরিস্থিতি আর আলোচনা সমালোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। তবু সব ছাপিয়ে তাঁর ন্যাচারাল সৌন্দর্য অটুট থাকে সব লুকেই।

১/৯
প্রজাপতির ডানার ব্যাকগ্রাউন্ডে ফুলেল শাড়িতে পরী
প্রজাপতির ডানার ব্যাকগ্রাউন্ডে ফুলেল শাড়িতে পরী
বিজ্ঞাপন
২/৯
সাদায় অপরূপা পরী। সঙ্গী লাল ব্লাউজ
সাদায় অপরূপা পরী। সঙ্গী লাল ব্লাউজ
বিজ্ঞাপন
৩/৯
নিজের সৌন্দর্যে আত্মবিশ্বাসী পরীমনি।
নিজের সৌন্দর্যে আত্মবিশ্বাসী পরীমনি।
৪/৯
দীর্ঘকেশী এই চিত্রনায়িকার চুল তাঁর রূপের এক বড় অংশ
দীর্ঘকেশী এই চিত্রনায়িকার চুল তাঁর রূপের এক বড় অংশ
৫/৯
গোলাপী চেকশার্টে পরী
গোলাপী চেকশার্টে পরী
৬/৯
লম্বা চুলে আলাদা লুক এসেছে এখানে। পরেছেন বেইজ স্ট্রাইপের সাদা শার্ট আর কালো ট্রাউজার্স
লম্বা চুলে আলাদা লুক এসেছে এখানে। পরেছেন বেইজ স্ট্রাইপের সাদা শার্ট আর কালো ট্রাউজার্স
৭/৯
নীল শাড়িতে লাল কৃষ্ণচুড়ার সঙ্গে দেখা যাচ্ছে পরীকে
নীল শাড়িতে লাল কৃষ্ণচুড়ার সঙ্গে দেখা যাচ্ছে পরীকে
৮/৯
এলোকেশী পরীমনির এই রূপ কিছুটা যেন অচেনা
এলোকেশী পরীমনির এই রূপ কিছুটা যেন অচেনা
৯/৯
সবসময় সমান সুন্দর পরীমনির সৌন্দর্য তাঁর হাসি আর আত্মবিশ্বাসে
সবসময় সমান সুন্দর পরীমনির সৌন্দর্য তাঁর হাসি আর আত্মবিশ্বাসে

ছবি: পরীমনির ফেসবুক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪: ৫৮
বিজ্ঞাপন