তারা সুতারিয়ার চোখধাঁধানো লাল শাড়ির সাজ
শেয়ার করুন
ফলো করুন

হাতে বোনা মিহি সুতার বেনারসি কাটওয়ার্কের টকটকে লাল শাড়িটি এমনিতেই অত্যন্ত নজরকাড়া। আর তা যদি পরেন বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী তারা সুতারিয়া, তবে তো সোনায় সোহাগা। তারা এমনিতেও খুবই স্টাইলিশ সাজপোশাকের বেলায়। মাত্র ২৭ বছর বয়সে তিনি বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বেশির ভাগ সময় আমরা তাঁকে ওয়েস্টার্ন বা সদ্য রানওয়ে থেকে নেমে আসা মডেলের মতো পোশাকেই দেখি। কিন্তু শাড়িতে নারী যেন এক অন্য রকম ব্যাপার। আর এখানে যেমন শাড়িটি দারুণ, তেমনি এটি পরার ঢংও।


তারা সুতারিয়া এই চোখধাঁধানো রূপে দিল্লির লালকেল্লায় হাজির হয়েছিলেন নিজের আসন্ন মুভি ‘অপূর্ব’র পোস্টার উন্মোচন করতে গিয়ে। বিলাসবহুল এ শাড়ি বেনারস থেকেই আনা। ঝলমলে সোনালি বেনারসি কাটওয়ার্ক এমব্রয়ডারি করা শাড়িটিতে সূক্ষ্ম সোনালি কাজের পাড়। আর শাড়ির ড্রেপিংয়ের সঙ্গে সঙ্গে স্লিভলেস টিউব টপ ঘরানার ব্লাউজ পুরো লুকে এনেছে আধুনিকতার আমেজ।

বিজ্ঞাপন

সোনালি স্যান্ডেল পরেছেন তারা। সোনালি বালা, কুন্দনের কাজ করা চোকার ধরনের ঐতিহ্যবাহী নেকপিসে সূক্ষ্ণ ঝুলে থাকা ড্রপলেটের ডিজাইন। সোনালি টিকলিটিতে উৎসবের আমেজ। স্টেটমেন্ট ইয়ার রিংয়েও সোনালি কারুকাজ।


এবার আসা যাক হেয়ারস্টাইল আর মেকওভারের গল্পে। মাঝসিঁথি করে স্লিক বানে বাঁধা চুল একেবারে মানানসই এ পোশাকের সঙ্গে। আর এতে টিকলির প্রাসঙ্গিকতা বেড়েছে। সুচারুভাবে শেপ করা ভ্রু, বোল্ড বাদামি আইশ্যাডো, স্মোকি আইলাইনার, মাসকারায় সাজানো চোখের ঘন পাপড়ি, ব্লাশ আর হাইলাইট করা গাল আর নুড লিপস্টিক। সব মিলিয়ে সাজটি একেবারেই পরিপূর্ণ যাকে বলে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন