এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি ঘুরে এসেছেন ইউরোপ ও এশিয়ার নানা দেশে। কখনো পাহাড়, কখনো সমতলে তিনি সময় কাটিয়েছেন। আর ভ্রমণের আউটফিটে ফ্যাশনও জমে ওঠে অন্যভাবে। তাই অভিনেত্রীর সাজপোশাকেও প্রকাশ পেয়েছে নতুনত্ব। সাদিয়া আয়মানের ভ্রমণ-ফ্যাশন সেন্স দারুণ, বলতেই হয়। সাম্প্রতিক ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি ফ্যাশনেবল সব লুকে।
ছবি: সাদিয়া আয়মানের ইন্সটাগ্রাম