কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন সাদিয়া আয়মান? দেখুন তাঁর ভ্রমণ-ফ্যাশনের কিছু ঝলক
শেয়ার করুন
ফলো করুন

এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সম্প্রতি ঘুরে এসেছেন ইউরোপ ও এশিয়ার নানা দেশে। কখনো পাহাড়, কখনো সমতলে তিনি সময় কাটিয়েছেন। আর ভ্রমণের আউটফিটে ফ্যাশনও জমে ওঠে অন্যভাবে। তাই অভিনেত্রীর সাজপোশাকেও প্রকাশ পেয়েছে নতুনত্ব। সাদিয়া আয়মানের ভ্রমণ-ফ্যাশন সেন্স দারুণ, বলতেই হয়। সাম্প্রতিক ভ্রমণের বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি ফ্যাশনেবল সব লুকে।

১/১২
মালয়েশিয়ার ল্যাংকাউই স্কাই ব্রিজের ওপর দাঁড়িয়ে পোজ দিয়েছেন সাদিয়া। পেছনে সমুদ্র আর পাহাড়। এ সময় তিনি হলুদ নিটের টপের ওপর লেয়ার করে পরেছেন সবুজ জ্যাকেট।
মালয়েশিয়ার ল্যাংকাউই স্কাই ব্রিজের ওপর দাঁড়িয়ে পোজ দিয়েছেন সাদিয়া। পেছনে সমুদ্র আর পাহাড়। এ সময় তিনি হলুদ নিটের টপের ওপর লেয়ার করে পরেছেন সবুজ জ্যাকেট।
২/১২
এই লুকের সঙ্গে মানানসই কমলা ফ্রেমের গোল সানগ্লাস নিয়েছেন অভিনেত্রী। ঠোঁট রাঙিয়েছেন মিষ্টি হাসি আর গোলাপি লিপকালারে
এই লুকের সঙ্গে মানানসই কমলা ফ্রেমের গোল সানগ্লাস নিয়েছেন অভিনেত্রী। ঠোঁট রাঙিয়েছেন মিষ্টি হাসি আর গোলাপি লিপকালারে
বিজ্ঞাপন
৩/১২
এই ছবিটা তোলা বেলজিয়ামে। ব্যালকনিতে দাঁড়িয়ে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। আর পরেছেন নেভি ব্লু-সাদা স্ট্রাইপড সোয়েটার আর ডেনিম প্যান্ট। কানে শোভা পাচ্ছে ছোট্ট সিলভার দুল
এই ছবিটা তোলা বেলজিয়ামে। ব্যালকনিতে দাঁড়িয়ে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। আর পরেছেন নেভি ব্লু-সাদা স্ট্রাইপড সোয়েটার আর ডেনিম প্যান্ট। কানে শোভা পাচ্ছে ছোট্ট সিলভার দুল
বিজ্ঞাপন
৪/১২
নেদারল্যান্ডসে সাদিয়া। নেভি ব্লু সোয়েটারের ওপর পরেছেন গোলাপি জ্যাকেট। অনুষঙ্গ হিসেবে সঙ্গী হয়েছে স্কার্ফ আর কালো টোট ব্যাগ
নেদারল্যান্ডসে সাদিয়া। নেভি ব্লু সোয়েটারের ওপর পরেছেন গোলাপি জ্যাকেট। অনুষঙ্গ হিসেবে সঙ্গী হয়েছে স্কার্ফ আর কালো টোট ব্যাগ
৫/১২
ফ্রান্সের প্যারিস শহরের এক রেস্তোরাঁয় বসে ‘মি টাইম’ কাটাচ্ছেন অভিনেত্রী। লাল টারটল নেক সোয়েটার পরেছেন তিনি এই লুকে
ফ্রান্সের প্যারিস শহরের এক রেস্তোরাঁয় বসে ‘মি টাইম’ কাটাচ্ছেন অভিনেত্রী। লাল টারটল নেক সোয়েটার পরেছেন তিনি এই লুকে
৬/১২
কমলা রঙের একটা চোখ আরাম করা সোয়েটার আর ডেনিম প্যান্ট পরেছেন তিনি। আর মাথায় কালো টুপি। এরপর মিরর সেলফিতে ফ্রেমবন্দী হয়েছেন।  
কমলা রঙের একটা চোখ আরাম করা সোয়েটার আর ডেনিম প্যান্ট পরেছেন তিনি। আর মাথায় কালো টুপি। এরপর মিরর সেলফিতে ফ্রেমবন্দী হয়েছেন।
৭/১২
শ্রীলঙ্কার সমুদ্রের নীল পানির সঙ্গে মিলিয়ে তিনি নীল টপ পরেছেন। আর বটমে সাদা প্যান্ট জুটি হয়েছে।
শ্রীলঙ্কার সমুদ্রের নীল পানির সঙ্গে মিলিয়ে তিনি নীল টপ পরেছেন। আর বটমে সাদা প্যান্ট জুটি হয়েছে।
৮/১২
মিরর সেলফি বেশ পছন্দ তাঁর। এই লুকে তিনি বেছে নিয়েছেন লাল সোয়েটার, কালো রঙের পাফার লং জ্যাকেট, জিনস প্যান্ট আর লাল টুপি।
মিরর সেলফি বেশ পছন্দ তাঁর। এই লুকে তিনি বেছে নিয়েছেন লাল সোয়েটার, কালো রঙের পাফার লং জ্যাকেট, জিনস প্যান্ট আর লাল টুপি।
৯/১২
এই লুকে তাঁকে দেখা যাচ্ছে ডেনিম ফ্রকে। চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপিও পরেছেন রোদ থেকে বাঁচতে
এই লুকে তাঁকে দেখা যাচ্ছে ডেনিম ফ্রকে। চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপিও পরেছেন রোদ থেকে বাঁচতে
১০/১২
নিটের হলুদ স্লিভলেস টপ, চোখে গোল সানগ্লাস আর বিশেষ আকর্ষণে যোগ হয়েছে মাথায় পরা ব্যান্ডানা। মালয়েশিয়ায় গিয়ে কেবল কার রাইড তিনি বেশ উপভোগ করেছেন
নিটের হলুদ স্লিভলেস টপ, চোখে গোল সানগ্লাস আর বিশেষ আকর্ষণে যোগ হয়েছে মাথায় পরা ব্যান্ডানা। মালয়েশিয়ায় গিয়ে কেবল কার রাইড তিনি বেশ উপভোগ করেছেন
১১/১২
শ্রীলঙ্কার চোখজুড়ানো সুন্দর সমুদ্রসৈকতে সাদিয়া আয়মানের হলদে-ধূসর স্লিভলেস ড্রেস আর বিশাল ফুলেল টপের মিষ্টি লুক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
শ্রীলঙ্কার চোখজুড়ানো সুন্দর সমুদ্রসৈকতে সাদিয়া আয়মানের হলদে-ধূসর স্লিভলেস ড্রেস আর বিশাল ফুলেল টপের মিষ্টি লুক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
১২/১২
আবারও মিরর সেলফিতে সাদিয়া। সাদা সোয়েটারের ওপর ট্রেঞ্চকোট পরেছেন তিনি। সঙ্গী হয়েছে সাদা-কালো মাফলার আর টুপি।
আবারও মিরর সেলফিতে সাদিয়া। সাদা সোয়েটারের ওপর ট্রেঞ্চকোট পরেছেন তিনি। সঙ্গী হয়েছে সাদা-কালো মাফলার আর টুপি।

ছবি: সাদিয়া আয়মানের ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০১: ৫৮
বিজ্ঞাপন