বেশি দিন নয়, ২০১৮ সালে অভিনয়জগতে পা রেখেছেন পশিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। আর বাংলাদেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠছেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে। দর্শনা এমনিতেই অত্যন্ত সুন্দরী। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। দর্শনার ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। বিশেষ করে কালো পোশাকে তাঁকে লাগে দুর্দান্ত। এবারে এই মিষ্টি হাসির অভিনেত্রীর ১২টি আকর্ষণীয় লুক দেখে নেওয়া যাক।