বলিউডের এই নতুন তারকা যেন হুবহু তাঁর মায়ের প্রতিচ্ছবি
শেয়ার করুন
ফলো করুন

তারকাদের ঘরে তারকা জন্ম নেওয়ার ব্যাপারটি বলিউডে অতি সাধারণ এক ঘটনা। প্রজন্মান্তরের ধারাবাহিকতায় এবার বলিউডে অভিষেক হয়েছে এক নতুন তারার। তিনি ৯০ দশক কাঁপানো তারকা অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের অষ্টাদশী কন্যা রাশা থাডানি। মা রাভিনা ট্যান্ডন আর বাবা অনিল থাডানির আদরের মেয়ে রাশা মাত্র হাইস্কুলের গন্ডি পেরোলেন। আর ইতিমধ্যেই মা রাভিনার সুপার স্টাইলিশ অবতার তাঁর মেয়ের সবকিছুতেই দেখতে পাচ্ছেন ভক্তরা। এ বছর, ২০২৪-এ আরেক বলিউড তারকা অভিনেতা অজয় দেবগনের ভাতিজা আমান দেবগনের বিপরীতে রাশার অভিষেক হতে যাচ্ছে বলিউডে। আর সেটি নামী পরিচালক অভিষেক কাপুরের মুভি। নিজের ক্যারিয়ারের সোনালি সময়ে রাভিনাকে বলা হতো স্টাইল আইকন। রাশাও তাঁর ভঙ্গিমা, সাজপোশাক আর অ্যাটিচিউডের দিক থেকে হুবহু রাভিনারই প্রতিচ্ছবি। যেন মায়ের কথাই মনে করিয়ে দিচ্ছেন বলিউডের এই নতুন তারা। রাশার ছবিগুলো তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/১৫
লাল সিকুইনের ডিজাইনের হল্টার নেক টপ আর শাড়ি স্টাইলের বটমে রাশা মা রাভিনার তু চীজ বাড়ি ব্যয় মাস্ত গানের লুকের কথা মনে করিয়ে দিচ্ছেন।
লাল সিকুইনের ডিজাইনের হল্টার নেক টপ আর শাড়ি স্টাইলের বটমে রাশা মা রাভিনার তু চীজ বাড়ি ব্যয় মাস্ত গানের লুকের কথা মনে করিয়ে দিচ্ছেন।
বিজ্ঞাপন
২/১৫
হিপহপ স্টাইলে রাশা। পরেছেন কার্গো প্যান্ট আর টিউব টপ
হিপহপ স্টাইলে রাশা। পরেছেন কার্গো প্যান্ট আর টিউব টপ
বিজ্ঞাপন
৩/১৫
চমৎকার ফিগার রাশা থডানির। দেশি লুকেও তিনি সমান আকর্ষণীয়।
চমৎকার ফিগার রাশা থডানির। দেশি লুকেও তিনি সমান আকর্ষণীয়।
৪/১৫
মায়ের মতোই এক অন্যরকম চার্ম আছে রাশার লুকে। পরেছেন অফ দ্য শোল্ডার কালো ফেদার ডিটেইলস দেওয়া বডিকন ড্রেস
মায়ের মতোই এক অন্যরকম চার্ম আছে রাশার লুকে। পরেছেন অফ দ্য শোল্ডার কালো ফেদার ডিটেইলস দেওয়া বডিকন ড্রেস
৫/১৫
ধারালো মুখশ্রীতে বারবার রাভিনাকেই খুঁজে পাচ্ছেন ভক্তরা। রাশার ট্রেন্ডি কো অর্ড লুকটি নজর কাড়ছে।
ধারালো মুখশ্রীতে বারবার রাভিনাকেই খুঁজে পাচ্ছেন ভক্তরা। রাশার ট্রেন্ডি কো অর্ড লুকটি নজর কাড়ছে।
৬/১৫
কিউট স্টাইলে বার্বিকোর আমেজের মিনিড্রেসে রাশা। সঙ্গে ট্রেন্ডি সাদা স্নিকার্স
কিউট স্টাইলে বার্বিকোর আমেজের মিনিড্রেসে রাশা। সঙ্গে ট্রেন্ডি সাদা স্নিকার্স
৭/১৫
অষ্টাদশী রাশা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন , সকলে বলছেন তিনি হতে চলেছেন বলিউডের নতুন তারা।
অষ্টাদশী রাশা ইতিমধ্যেই সকলের নজর কেড়েছেন , সকলে বলছেন তিনি হতে চলেছেন বলিউডের নতুন তারা।
৮/১৫
মায়ের একটি বিখ্যাত গানের আইকনিক লুকে সেজেছেন রাশা। কে বলবে ইনি রাভিনা নন?
মায়ের একটি বিখ্যাত গানের আইকনিক লুকে সেজেছেন রাশা। কে বলবে ইনি রাভিনা নন?
৯/১৫
বডি ল্যাঙ্গুয়েজ, অভিব্যক্তি আর স্টাইলে অনন্য হয়ে উঠছেন এই নবীনা
বডি ল্যাঙ্গুয়েজ, অভিব্যক্তি আর স্টাইলে অনন্য হয়ে উঠছেন এই নবীনা
১০/১৫
সাজগোজ করতে বেশ পছন্দ করেন রাশা
সাজগোজ করতে বেশ পছন্দ করেন রাশা
১১/১৫
পদ্মশ্রী পুরস্কার পাওয়া মা রাভিনার সঙ্গে গর্বিত রাশা
পদ্মশ্রী পুরস্কার পাওয়া মা রাভিনার সঙ্গে গর্বিত রাশা
১২/১৫
পড়াশোনায় বেশ ভালো রাভিনা কন্যা রাশা। আর সেটিও চালিয়ে যেতে চান তিনি অভিনয়ের পাশাপাশি।
পড়াশোনায় বেশ ভালো রাভিনা কন্যা রাশা। আর সেটিও চালিয়ে যেতে চান তিনি অভিনয়ের পাশাপাশি।
১৩/১৫
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন পরিবেশ সচেতন রাশা
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন পরিবেশ সচেতন রাশা
১৪/১৫
তুলেছেন রয়েল বেঙ্গল টাইগারের ছবিও
তুলেছেন রয়েল বেঙ্গল টাইগারের ছবিও
১৫/১৫
করসেট ড্রেসে স্টাইলিশ লুকে রাশা থাডানি জানান দিচ্ছেন, সামনে তিনি নজর কাড়বেন বলিউডে।
করসেট ড্রেসে স্টাইলিশ লুকে রাশা থাডানি জানান দিচ্ছেন, সামনে তিনি নজর কাড়বেন বলিউডে।
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৪: ৪৫
বিজ্ঞাপন