তারকাদের ঘরে তারকা জন্ম নেওয়ার ব্যাপারটি বলিউডে অতি সাধারণ এক ঘটনা। প্রজন্মান্তরের ধারাবাহিকতায় এবার বলিউডে অভিষেক হয়েছে এক নতুন তারার। তিনি ৯০ দশক কাঁপানো তারকা অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের অষ্টাদশী কন্যা রাশা থাডানি। মা রাভিনা ট্যান্ডন আর বাবা অনিল থাডানির আদরের মেয়ে রাশা মাত্র হাইস্কুলের গন্ডি পেরোলেন। আর ইতিমধ্যেই মা রাভিনার সুপার স্টাইলিশ অবতার তাঁর মেয়ের সবকিছুতেই দেখতে পাচ্ছেন ভক্তরা। এ বছর, ২০২৪-এ আরেক বলিউড তারকা অভিনেতা অজয় দেবগনের ভাতিজা আমান দেবগনের বিপরীতে রাশার অভিষেক হতে যাচ্ছে বলিউডে। আর সেটি নামী পরিচালক অভিষেক কাপুরের মুভি। নিজের ক্যারিয়ারের সোনালি সময়ে রাভিনাকে বলা হতো স্টাইল আইকন। রাশাও তাঁর ভঙ্গিমা, সাজপোশাক আর অ্যাটিচিউডের দিক থেকে হুবহু রাভিনারই প্রতিচ্ছবি। যেন মায়ের কথাই মনে করিয়ে দিচ্ছেন বলিউডের এই নতুন তারা। রাশার ছবিগুলো তাঁর ইন্সটাগ্রাম থেকে নেওয়া।