নানা ঢঙের শাড়ির লুকে গ্ল্যামারাস নুসরাত ফারিয়া
শেয়ার করুন
ফলো করুন

শাড়ি এক কালোত্তীর্ণ পোশাক। এর আবেদন চিরন্তন। সারা বিশ্বেই এই ১২ হাত দীর্ঘ বিস্ময়বস্ত্রের অনুপ্রেরণায় সৃজনশীল ডিজাইনারদের হাতে তৈরি হয়ে আসছে নান্দনিক সব পোশাক। আর তা চলেছে যুগ যুগ ধরেই। বর্তমান সময়ে রেডি টু ওয়্যার শাড়ি, শাড়ি গাউন বা শাড়ির ড্রেপিংয়ে বৈচিত্র্যময় পোশাক খুবই জনপ্রিয়।

এমনিতে দেশের জনপ্রিয় আর অনিন্দ্য সুন্দরী অভিনেত্রী নুসরাত ফারিয়াকে যেকোনো পোশাকেই অত্যন্ত গ্ল্যামারাস লাগে। কিন্তু সম্প্রতি তিনটি ভিন্ন ভিন্ন শাড়ি আর শাড়ি–প্রাণিত পোশাকের ছবিগুলো যেন ফ্যাশনিস্তা হিসেবে তাঁকে আরও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রিমিয়ারের মতো বিশেষ দিনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করা নুসরাত ফারিয়া পরেছেন নাবিলা বুটিকের লাক্সারি কালেকশনের বেবি পিঙ্ক শাড়ি-প্রাণিত পোশাক। ডিজাইনার নাবিলা নবীর ভাষায় জামদানি আর শাড়ির ডেপিংকে নিজের মতো কল্পনা করেই তিনি এ পোশাক বানিয়েছেন। শাড়িতে হালকা গোলাপি রঙের সিকুইন আর গভীর নেকলাইনের ন্যূনতম দৈর্ঘ্যের আকর্ষণীয় ম্যাচিং ব্লাউজে সোনালি-সাদা পুঁতি আর গোলাপি ক্রিস্টালের লহর বসানো।

কোমরের বেল্টেও একই কাজ। বুদ্ধিদীপ্ত ডিজাইনের এই বেল্টের কন্ট্যুর থেকেই জামদানি ধরনের শাড়ির কুচির মতো অংশ নেমে গেছে গোলাপি সিকুইন বসানো ফেব্রিকের বড় ঘেরের স্কার্টের মতো অংশের সঙ্গে। কোমরের দুই দিকে ড্রেপ করে বুকের ওপর দিয়ে পেছনে ক্ল্যাসিক আঁচলের ঢঙেই ছেড়ে দেওয়া। কানে–গলায় টুটোনের হালকা সোনালি রুপালি গয়না। খোলা চুল, বড় করে আঁকা আবেদনময় গোলাপি ঠোঁট, বুক, গলাসহ সব জায়গায় শিমার ইফেক্ট দেওয়া সফট গ্ল্যান মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা।

বিজ্ঞাপন

এরপর একই উপলক্ষে পরা রুপালি ঝিকমিকে এক শাড়িতে দেখা মিলল নুসরাত ফারিয়ার। এটিও নাবিলা বুটিকের। তবে ডিজাইন নাবিলা নবীর মা শামীমা নবীর। শিয়ার ফেব্রিকের এ শাড়িতে ডায়মন্ড প্যাটার্ন। রয়েছে পুঁতি ও সিকুইনের কাজ। বর্ডারে কাটওয়ার্ক এমব্রয়ডারি।

গভীর নেকলাইনের একই রঙের স্লিভলেস ব্লাউজটি মানানসই খুবই। সাদা পাথরখচিত রুপালি বালা, আংটি আর ঝোলানো দুল। সফট কার্লসের খোলা চুলের সঙ্গে নাভিন আহমেদের সফট গ্ল্যাম মেকওভারে ইট–লাল লিপস্টিকটি নজর কাড়ছে। তবে শো স্টপার বলতে হবে হাতের রুপালি ব্যাগটিকে।

সবশেষে আরেকটি বিশেষ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে থাকা নুসরাত ফারিয়া পুরোপুরি গ্ল্যামারাস অবতারে সেজেছেন। এই রেডি টু ওয়্যার শাড়ি বা সত্যিকার অর্থে শাড়ি গাউনের ডিজাইনও নাবিলা নবী করেছেন। ওয়াইন রঙা শিয়ার ফেব্রিকের এই পোশাকে সোনালি বিডস ও সিকুইনের ভরপুর কারুকাজ।

একই ফেব্রিকের ট্রেন্ডি ষাটের দশকের স্টাইলের উঁচু বোটনেক আর স্লিভলেস ব্লাউজেও ম্যাচিং কাজ। ফ্রিলের কুচির বর্ডারে ঝলমলে সোনালি লেস নজর কাড়ছে। বেল্টেও একই রকম কাজ। ওয়াইন রঙের পাথর দেওয়া ঝোলানো সোনালি দুল ছাড়া আর গয়না পরেননি নুসরাত। হালকা পাফ করে ছেড়ে দেওয়া চুলের স্টাইলেও সাবেকি আমেজ। গ্ল্যামারাস মেকওভার জাহিদ খানের করা।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন