জয়া আহসানের ওয়েস্টার্ন লুক
শেয়ার করুন
ফলো করুন

তারকা অভিনেত্রী জয়া আহসানের পোশাক, স্টাইল, অনুষঙ্গ সবই ফ্যাশনসচেতন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। থাকবে না কেন, একেক সময় একেক রূপে তিনি ধরা দেন ভক্তদের কাছে। কখনো অভিনেত্রীকে দেখা যাচ্ছে গ্রীষ্মকালীন মিডি জামায় ফ্রেমবন্দী হতে। কখনো সিনেমার প্রচারের জন্য সুতি শাড়িতে। আবার কখনো পশ্চিমা স্টাইলে পোজ দিতে।

একই অঙ্গে নানা রূপে জয়া যেন সত্যিই অনন্য, বয়স যাঁর কাছে নিছক সংখ্যামাত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পোস্ট করা সব ছবি নিয়ে চলতে থাকে ভক্তদের চুলচেরা বিশ্লেষণ। তিনি যা–ই শেয়ার করেন, ভক্তরা অধীর আগ্রহে সেটা লুফে নেন।

বিজ্ঞাপন

সম্প্রতি অভিনেত্রী নিজের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যা এখন ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রীর ফেসবুক ও ইনস্টাগ্রামের দেয়ালে। কমেন্টের বন্যায় তিনি ফ্যাশনপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছেন। অভিনেত্রী পরেছেন আর্মি গ্রিন জাম্পস্যুট।

অনুষঙ্গ হিসেবে তাঁর পায়ের স্নিকার্সও বেশ নজর কেড়েছে। দেখে মনে হচ্ছে, আশি-নব্বই দশকের কোনো হলিউড নায়িকা। সফট গ্ল্যাম সাজের জন্য ঠোঁটে ন্যুড লিপস্টিক আর চোখের জন্য কালো মাসকারা বেছে নিয়েছেন অভিনেত্রী। আর চুলে করেছেন উঁচু পনিটেল।

সব মিলিয়ে জয়া যেন হয়ে উঠেছেন ‘সুইট সিক্সটিন’। পছন্দের অভিনেত্রীর মতো এমন একটা আরামদায়ক পশ্চিমা পোশাকে আপনিও হয়ে উঠতে পারেন ফ্যাশনিস্তা।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন