অন্যরকম ৭টি শাড়ির লুকে মন কাড়ছেন মধুমিতা
শেয়ার করুন
ফলো করুন

কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। টেলিভিশন, ওটিটি আর সিনেমায় বেশ নাম করেছেন তিনি। এদিকে তাঁর সৌন্দর্য নিয়েও কম কথা হয় না। মধুমিতার মুখশ্রী আর ফিগারে আছে এক ধারালো ভাব। অন্যরকম ৭টি শাড়ির সাজে নানা লুকে যেন মন কাড়ছেন তিনি।

১/৭
ব্লাউজ ছাড়া সোনালি জরির বুননে রানি গোলাপি পাড় ও আঁচলের উজ্জ্বল সবুজ কাতান শারি পরেছেন মধুমিতা। সঙ্গে টানা নথ।
ব্লাউজ ছাড়া সোনালি জরির বুননে রানি গোলাপি পাড় ও আঁচলের উজ্জ্বল সবুজ কাতান শারি পরেছেন মধুমিতা। সঙ্গে টানা নথ।
বিজ্ঞাপন
২/৭
নো মেকআপ লুকে কোরা সাদা শাড়ির সঙ্গে গা ভর্তি সোনার গয়না পরেছেন এই অভিনেত্রী।
নো মেকআপ লুকে কোরা সাদা শাড়ির সঙ্গে গা ভর্তি সোনার গয়না পরেছেন এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
৩/৭
সোনালি পাড়ের মেরুন শাড়িতে আবারও ব্লাউজ ছাড়া লুক। সঙ্গে ঘন কাজল আর ট্রাইবাল জুয়েলারির সাজ।
সোনালি পাড়ের মেরুন শাড়িতে আবারও ব্লাউজ ছাড়া লুক। সঙ্গে ঘন কাজল আর ট্রাইবাল জুয়েলারির সাজ।
৪/৭
রূদ্রাক্ষের বাজুবন্ধ আর কাঁঠের পুঁতির মালার সঙ্গে ব্লাউজ বিনে সাদা শাড়ির লুকে আছে যোগিনীর ভাব
রূদ্রাক্ষের বাজুবন্ধ আর কাঁঠের পুঁতির মালার সঙ্গে ব্লাউজ বিনে সাদা শাড়ির লুকে আছে যোগিনীর ভাব
৫/৭
লালপেড়ে সাদা শাড়ির লুকে অন্য মাত্রা এনেছে বিছার বেল্টেড লুক
লালপেড়ে সাদা শাড়ির লুকে অন্য মাত্রা এনেছে বিছার বেল্টেড লুক
৬/৭
স্লিভলেস ধূসর ব্লাউজ দিয়ে কালো বুননের পাড়ের সাদা শাড়ি পরেছেন তিনি
স্লিভলেস ধূসর ব্লাউজ দিয়ে কালো বুননের পাড়ের সাদা শাড়ি পরেছেন তিনি
৭/৭
দেবসেনা ড্রেপ দিয়ে পরানো সোনালি পাড়ের লাল কাতানে ব্যতিক্রমী লুকে মধুমিতা
দেবসেনা ড্রেপ দিয়ে পরানো সোনালি পাড়ের লাল কাতানে ব্যতিক্রমী লুকে মধুমিতা

ছবি: মধুমিতার ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন