কৃতি শ্যানন ত্বকের যত্নে যা করেন
শেয়ার করুন
ফলো করুন

গ্ল্যামারাস মেকআপ হোক বা মেকআপবিহীন প্রাকৃতিক ত্বক—কৃতি শ্যানন সব রূপেই মোহনীয়। তাঁর অনেক ভক্তরাই এমন ত্বকের রহস্য জানতে চান।

সকালের রুটিন

ফেস মাস্ক দিয়েই সকালের ত্বকের যত্ন শুরু করেন কৃতি শ্যানন। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করবে, এমন উপাদানের ফেস মাস্ককে প্রাধান্য দেন তিনি। কয়েক মিনিট মাস্কটি ত্বকে রেখে, তারপর এক কাপ গরম লেবু–চা খেয়ে দিনের শুরু করেন এই অভিনেত্রী।

এ ধাপের পর কৃতি ত্বকে নায়াসিনামাইড টোনার ব্যবহার করেন। ব্রণ কমাতে, ত্বকে নতুন কোষ তৈরি হতে ও অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয় কৃতির এই টোনার।

প্রতিদিন সকালেই ভিটামিন সি সিরাম ব্যবহার করেন কৃতি। মুখের ত্বকসহ আই লিডেও ব্যবহার করেন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ফ্রি র‌্যাডিক্যাল সঙ্গে লড়াই করে, কোলাজেন উৎপাদনকে বুস্ট করে এবং প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে।

এরপরের ধাপে ময়েশ্চারাইজার ও এসপিএফ ত্বকে ব্যবহার করেন কৃতি। সেরামাইড আছে, এমন হাইড্রেটিং এসপিএফ পছন্দ এই অভিনেত্রীর।

একেবারে শেষে কৃতি ব্যবহার করেন লিপবাম। এ ছাড়া চোখের বাইরের পাশের কোনায়ও অল্প করে বাম ব্যবহার করেন যেন শুষ্কতা কমে।

বিজ্ঞাপন

রাতের রুটিন

• প্রথমেই যেকোনো পণ্য ব্যবহারের আগে কৃতি ডাবল ক্লিঞ্জিং দিয়ে মুখ পরিষ্কার করে নেন।

• ত্বককে ভিজিয়ে নিতে গোলাপজলের ব্যবহার কৃতির পছন্দ। তবে তিনি ভক্তদের মিষ্ট বা স্বাভাবিক পানি ব্যবহারের কথাও বলেছেন।

• পরের ধাপে কৃতি নায়াসিনামাইড আছে, এমন টোনার ব্যবহার করেন।

• কয়েক মিনিট পর একটি হাইড্রেটিং সিরাম ব্যবহার করেন।

• এরপর রেটিনল সিরামে ত্বক ম্যাসাজ করেন।

• সেরামাইড আছে, এমন ময়েশ্চারাইজার ব্যবহার করেন।

• ঠোঁটে ও চোখের কোনায় ব্যবহার করেন লিপবাম।

• ব্রণ থাকলে অবশ্যই সেখানে পিম্পল প্যাচ ব্যবহার করেন কৃতি।

• সবার শেষে চোখের পাপড়ি ও আইভ্রুতে দেন ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন