এবার আম্বানিদের জন্য বর্ণিল দেশি-বিদেশি লুকে জাকারবার্গ-বিল গেটস
শেয়ার করুন
ফলো করুন

মেটার কর্ণধার মার্ক জাকারবার্গকে তাঁর ট্রেডমার্ক টিশার্ট ছাড়া কে কবে দেখেছি মনেও করতে পারব না আমরা। এদিকে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও সবসময় থাকেন তাঁর স্বভাবসুলভ মিনিমালিস্ট স্যুটেড-বুটেড অথবা ক্যাজুয়াল পোলো শার্টের লুকে। তবে ভারতের আলোচিত শীর্ষ ধনী পরিবার আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এক্সক্লুসিভ বিদেশি অতিথি হিসেবে ভারতে উড়ে আসা জাকারবার্গ আর বিল গেটসকে দেখা যাচ্ছে চমকপ্রদ সব দেশি-বিদেশি লুকে। কালক্ষেপণ না করে এই দুই বিশ্বসেরা প্রযুক্তি-সম্রাটের লুকগুলো দেখে আসি চলুন। ছবি ও ভিডিও ইন্সটাগ্রামের।

১/৭
উৎসবের দ্বিতীয় দিন ছিল ‘আ ওয়াক টু দ্য ওয়াইল্ড সাইড’ নামের ইভেন্ট। এখানে খুবই খোশমেজাজে দেখা যাচ্ছে মার্ক জাকারবার্গ আর বিল গেটসকে
উৎসবের দ্বিতীয় দিন ছিল ‘আ ওয়াক টু দ্য ওয়াইল্ড সাইড’ নামের ইভেন্ট। এখানে খুবই খোশমেজাজে দেখা যাচ্ছে মার্ক জাকারবার্গ আর বিল গেটসকে
বিজ্ঞাপন
২/৭
দিনের বেলার এই ইভেন্টের ড্রেস কোড ছিল 'জাঙ্গল ফিভার'। জাকারবার্গের শার্টে  বাঘের আনাগোণা থাকলেও বিলের সবুজ টি-শার্ট ছাড়া কোনো জংলি আমেজ দেখা যাচ্ছে না তাঁর লুকে
দিনের বেলার এই ইভেন্টের ড্রেস কোড ছিল 'জাঙ্গল ফিভার'। জাকারবার্গের শার্টে বাঘের আনাগোণা থাকলেও বিলের সবুজ টি-শার্ট ছাড়া কোনো জংলি আমেজ দেখা যাচ্ছে না তাঁর লুকে
বিজ্ঞাপন
৩/৭
নিরাশ করেননি মার্ক-প্রিসিলা দম্পতি। পরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার রাহুল মিশ্রর পোশাক। ড্রেস কোড অনুযায়ী জাকারবার্গ পরেছেন রয়েল বেঙ্গল টাইগার ও নানা রকমের ফুল, লতাপাতার প্যাটার্নের সোনালি ফতুয়া ও সাদা আরামদায়ক ট্রাউজার। এদিকে প্রিসিলা পরেছেন সাপের চামড়ার প্যাটার্নের  স্লিভলেস স্লিট গাউন।
নিরাশ করেননি মার্ক-প্রিসিলা দম্পতি। পরেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার রাহুল মিশ্রর পোশাক। ড্রেস কোড অনুযায়ী জাকারবার্গ পরেছেন রয়েল বেঙ্গল টাইগার ও নানা রকমের ফুল, লতাপাতার প্যাটার্নের সোনালি ফতুয়া ও সাদা আরামদায়ক ট্রাউজার। এদিকে প্রিসিলা পরেছেন সাপের চামড়ার প্যাটার্নের স্লিভলেস স্লিট গাউন।
৪/৭
রাতের জমকালো মেলা রুজ ইভেন্টে সবাইকে ভারতীয় ঘরানার দেশি লুকে হাজির হতে হয়েছে। আর সেদিন নিজেদের চমকপ্রদ লুক দিয়ে মধ্যমণি হয়ে ওঠেন মার্ক জাকারবার্গ-প্রিসিলা চ্যান জুটি।
রাতের জমকালো মেলা রুজ ইভেন্টে সবাইকে ভারতীয় ঘরানার দেশি লুকে হাজির হতে হয়েছে। আর সেদিন নিজেদের চমকপ্রদ লুক দিয়ে মধ্যমণি হয়ে ওঠেন মার্ক জাকারবার্গ-প্রিসিলা চ্যান জুটি।
৫/৭
জাকারবার্গের ফুলেল এমব্রয়ডারি করা কোটি আর অফ হোয়াইট পাঞ্জাবি-পাজামার সঙ্গে সাদা কারুকাজ করা জুতা নজর কাড়ছে।
জাকারবার্গের ফুলেল এমব্রয়ডারি করা কোটি আর অফ হোয়াইট পাঞ্জাবি-পাজামার সঙ্গে সাদা কারুকাজ করা জুতা নজর কাড়ছে।
৬/৭
প্রিসিলার ঝলমলে সোনালি লেহেঙ্গার ফেদার ডিটেইলিং দেওয়া স্লিভলেস টপের সঙ্গে জমকালো ফুলেল কারুকাজের বটম। সোনালি চোকার, দুল আর ব্রেসলেট পরেছেন তিনি।
প্রিসিলার ঝলমলে সোনালি লেহেঙ্গার ফেদার ডিটেইলিং দেওয়া স্লিভলেস টপের সঙ্গে জমকালো ফুলেল কারুকাজের বটম। সোনালি চোকার, দুল আর ব্রেসলেট পরেছেন তিনি।
৭/৭
প্রেমিকা পলা হার্ডের সঙ্গে বিল গেটসকে দেশি লুকে দেখে চমকে গিয়েছেন সবাই এ রাতে। কালো পাঞ্জাবি আর প্যান্টের সঙ্গে জমকালো কারুকাজ করা কোট চাপিয়েছেন তিনি একই রঙের। পলা পরেছেন সোনালি কাজ করা শিয়ার ফেব্রিকের স্লিভলেস পুরো দৈর্ঘ্যের গাউন। ওপরে কালো শর্ট শ্রাগ। পায়ে সোনালি হিলস। কানেও সোনালি হুপ স্টাইল দুল।
প্রেমিকা পলা হার্ডের সঙ্গে বিল গেটসকে দেশি লুকে দেখে চমকে গিয়েছেন সবাই এ রাতে। কালো পাঞ্জাবি আর প্যান্টের সঙ্গে জমকালো কারুকাজ করা কোট চাপিয়েছেন তিনি একই রঙের। পলা পরেছেন সোনালি কাজ করা শিয়ার ফেব্রিকের স্লিভলেস পুরো দৈর্ঘ্যের গাউন। ওপরে কালো শর্ট শ্রাগ। পায়ে সোনালি হিলস। কানেও সোনালি হুপ স্টাইল দুল।
প্রকাশ: ০৩ মার্চ ২০২৪, ০৩: ৫৮
বিজ্ঞাপন