মেটার কর্ণধার মার্ক জাকারবার্গকে তাঁর ট্রেডমার্ক টিশার্ট ছাড়া কে কবে দেখেছি মনেও করতে পারব না আমরা। এদিকে আরেক টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও সবসময় থাকেন তাঁর স্বভাবসুলভ মিনিমালিস্ট স্যুটেড-বুটেড অথবা ক্যাজুয়াল পোলো শার্টের লুকে। তবে ভারতের আলোচিত শীর্ষ ধনী পরিবার আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এক্সক্লুসিভ বিদেশি অতিথি হিসেবে ভারতে উড়ে আসা জাকারবার্গ আর বিল গেটসকে দেখা যাচ্ছে চমকপ্রদ সব দেশি-বিদেশি লুকে। কালক্ষেপণ না করে এই দুই বিশ্বসেরা প্রযুক্তি-সম্রাটের লুকগুলো দেখে আসি চলুন। ছবি ও ভিডিও ইন্সটাগ্রামের।