হাসিতে তো মুক্তা ঝরেই টেইলর সুইফটের। তবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২৮ আগস্ট রাতে আয়োজিত এ বছরের বর্ণাঢ্য এমটিভি ভিএমএ অ্যাওয়ার্ডসে তাঁর সর্বাঙ্গেই ঝরছিল ক্রিস্টাল পাথরের ঝিকিমিকি ধারা। অনুষ্ঠানটিতে পাঁচটি নমিনেশন পাওয়া টেইলর সুইফট ছিলেন বেশ খোশমেজাজে। নাচের তালে তালে বা চলাফেরার সঙ্গে সঙ্গে এই সাদা পাথর ও মুক্তাখচিত চোখধাঁধানো পোশাকের লহর আর ঝালরগুলো ঝিলমিলিয়ে উঠছিল থেকে থেকে। সাহসী হেমলাইনের মিনিড্রেসটিতে রয়েছে আকর্ষণীয় কাট আউট।
ম্যাচিং রুপালি স্ট্র্যাপ দেওয়া হিল ছিল সঙ্গে। লরেন শোয়ার্টজের গয়নাও সেই ক্রিস্টালখচিত। সেই বিশের দশকের আধুনিক নারীপ্রতীক ফ্ল্যাপার লুকের অনুপ্রেরণায় তৈরি পোশাকটি অস্কার ডে লা রেনটা র্যান্ডের। রুপালি চেইনের লহরজুড়ে বানানো মিনিড্রেসটি পুরোপুরি মণি-মুক্তায় ঢাকা। ন্যুড ফেব্রিকের বেজযুক্ত ড্রেসটির মাঝবরাবর কাট আউট দেওয়ায় টেইলরের দেহবল্লরীর সৌন্দর্য ঢাকা পড়েনি মোটেই। স্লিভলেস এই পোশাকে হল্টার নেকলাইন থাকলেও পেছন পুরোই খোলা৷ সেখানেও চলছিল মণি–মুক্তার ঝালরের খেলা।
রুপালি ক্যাটস আই লুকে চোখের সাজের সঙ্গে নিদারুণ বৈপরীত্য দিচ্ছিল টকটকে লাল লিপ কালার। কানের দুলে স্পাইক দেওয়া, নাশপাতি শেপের। চুলে প্রায় বান বাঁধা তবে কিছু ব্যাংস রাখা হয়েছে দুই দিকেই। টেইলর সুইফটের রেড কার্পেট লুক মানেই অসাধারণ কিছু, কিন্তু এবার যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি।