এক লাখ মুক্তা বসানো আলিয়ার পোশাক
শেয়ার করুন
ফলো করুন

ফ্লোরিডা শুভ্রা রোজারিও

মেট গালা মানেই তারকাদের স্টাইল নিয়ে নিরীক্ষা। কে কী পরেছেন, কীভাবে সেজেছেন—সবকিছুতেই থাকে ভক্তদের অপেক্ষা। বহুল প্রতীক্ষিত ফ্যাশন ইভেন্ট মেট গালা নিয়ে তারকা আর ফ্যাশন উৎসাহীরাও মুখিয়ে থাকেন। এ বছর মেট গালায় তারকাদের সাজপোশাক ছিল চোখে পড়ার মতন।

তবে এর মধ্যেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী লালগালিচায় হাঁটেন কাস্টম মেড সাদা গাউনে। দেখে মনে হতে পারে ভিনদেশি রাজকুমারী।

বিজ্ঞাপন

ফ্লোর টাচ সাদা গাউনটির নকশা আর কারুকাজ ছিল চোখে পড়ার মতন। এ নিয়ে ফ্যাশনপ্রেমীরাও মুগ্ধ। পোশাকটি ডিজাইন করেছেন ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং। স্ট্রাকচার্ড ওয়েস্টলাইন ও বক্স-শোল্ডার নেকলাইনের স্লিভলেস ফ্লোয়ি গাউনটির অন্যতম আকর্ষণ হলো, পুরো গাউনে পুঁতি ও মুক্তা বসানো নিখুঁত কাজ।

এ বছরের মেট গালা থিম ‘কার্ল লেজারফেল্ড: আ লাইন অব বিউটি’। আলিয়া এ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সাদা গাউন বেছে নেন। আর কার্লের সম্মানে গাউনের সঙ্গে অভিনেত্রী আঙুলবিহীন একটি গ্লাভস পরেন।

বিজ্ঞাপন

আলিয়া মেট গালায় তাঁর আত্মপ্রকাশের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ভক্তরাও খুশি। ক্যাপশনে তিনি লেখেন, ‘এমন কিছু করতে চেয়েছিলাম, যা খাঁটি মনে হয় এবং ভারতেই তৈরি। এ গাউন এক লাখ মুক্তা দিয়ে তৈরি। এটা ডিজাইনারের ভালোবাসার শ্রম। প্রথমবার মেট গালায় অংশ নেওয়ার সময় এই পোশাক পরতে পেরে আমি গর্বিত।’

অভিনেত্রী এটাও লেখেন, ‘বরাবরই আইকনিক শ্যানেল ব্রাইডদের দেখে মুগ্ধ হয়েছি। যুগে যুগে ডিজাইনার কার্ল লেগারফেল্ডের ডিজাইনের পোশাক প্রেরণাদায়ক পোশাকের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাই আজকের রাতের আমার লুক সুপারমডেল ক্লোডিয়া শিফারের ১৯৯২ সালের “শ্যানেল ব্রাইডাল লুক” থেকে অনুপ্রাণিত হয়েছে।’

এবার আসা যাক এই পোশাকের সঙ্গে কেমন ছিল আলিয়ার সাজ ও অনুষঙ্গ। মিনিমাল কিংবা প্রাকৃতিক সাজেই অভিনেত্রীকে দেখা যায় বেশির ভাগ সময়। এবারও তা-ই হলো। পোশাকের সঙ্গে আলিয়া সেজেছেন গোলাপি টোনের ব্লাশ অন, ন্যুড লিপস্টিক আর কাজলে।

গয়নার ভারিক্কি নেই। এক হাতে গ্লাভস, অন্য হাতের চার আঙুলে শ্বেতপাথরের আংটি। কানেও পরেছেন দুল। গাউনের সঙ্গে চুলের দিকেও অভিনেত্রী বিশেষ মনোযোগ দিয়েছেন। মাঝসিঁথি করে বেঁধেছেন চুল। আর সবশেষে পরেছেন সাদা হাই হিল।

ছবি: এএফপি

প্রকাশ: ০২ মে ২০২৩, ১২: ৪০
বিজ্ঞাপন