হলিউড-বলিউড কাঁপানো সুন্দরী তারকাদের যত বিউটি ব্র্যান্ড
শেয়ার করুন
ফলো করুন

তারকারা সব সময়ই তাঁদের ভক্তদের মুগ্ধ করেন। তাঁদের বিভিন্ন লুক, ফ্যাশন, গোপন বিউটি টিপসসহ সব দিকেই চোখ থাকে ভক্তদের। সেই তারকারাই যখন তাঁদের নিজস্ব মেকআপ কিংবা স্কিন কেয়ার ব্র্যান্ড নিয়ে হাজির হন, তা পরিণত হয় ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। আজকাল অনেক তারকাকেই দেখা যাচ্ছে সৌন্দর্যপণ্যের ব্যবসায়। চলুন জেনে নেওয়া যাক সাত তারকার বিউটি ব্র্যান্ডের সাফল্যগাথা।

রিয়ানার ফেন্টি বিউটি

রিয়ানা ২০১৭ সালে ফেন্টি বিউটির যাত্রা শুরু করেন। ফেন্টি বিউটির মূল লক্ষ্য, সব জাতির নারী আর সব ধরনের ত্বকের জন্য প্রসাধনসামগ্রী নিয়ে আসা। কসমেটের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সব সেলিব্রিটি বিউটি ব্র্যান্ডের মধ্যে এটিই সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে। কোম্পানিটি ২০২২ সালে আটটি আফ্রিকান দেশে বিস্তার লাভ করার ফলে সৌন্দর্য-সাম্রাজ্যের শীর্ষে উঠে এসেছে।
সম্প্রতি রিয়ানাকে তাঁর সুপার বোল হাফ টাইম শোর পারফরম্যান্সের সময় নিজ ব্র্যান্ড ফেন্টি বিউটির ইনভিজিম্যাট ইনস্ট্যান্ট সেটিং আর ব্লটিং পাউডার ব্যবহার করতে দেখা যায়, যা মুহূর্তেই ফেন্টি বিউটির ব্র্যান্ডমূল্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে দেয়।

কাইলি জেনারের কাইলি কসমেটিকস

২০১৪ সালে রিয়েলিটি টিভি তারকা কাইলি জেনার তাঁর ব্র্যান্ড কাইলি কসমেটিকস চালু করেন। ব্র্যান্ডটি তাঁর ঠোঁট সাজানোর পণ্যগুলোর জন্য সবচেয়ে বিখ্যাত। কাইলি জেনার তাঁর প্রতিটি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সুন্দরভাবে নিজ ব্র্যান্ডের প্রচার করে থাকেন। ইনস্টাগ্রামে কাইলি কসমেটিকসের ২৫ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে। ২০২০ সালে তিনি ৬০০ মিলিয়ন মার্কিন ডলারে কোম্পানির ৫১ শতাংশ বিক্রি করেছিলেন।

বিজ্ঞাপন

সেলেনা গোমেজের রেয়ার বিউটি

আমেরিকান গায়িকা সেলেনা গোমেজ ২০২০ সালে তাঁর বিউটি ব্র্যান্ড রেয়ার বিউটি চালু করেছিলেন। রেয়ার বিউটির মূল লক্ষ্য, নিখুঁত সৌন্দর্যের অবাস্তব বিউটি স্ট্যান্ডার্ডকে ভেঙে দেওয়া। এ ছাড়া সেলেনা গোমেজ তাঁর পণ্যগুলোতে বিভিন্ন উক্তি ব্যবহারের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের গুরুত্বকে তুলে ধরেন। কসমেটিফাইয়ের তথ্যমতে, রেয়ার বিউটি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে সবচেয়ে বেশি গুগল সার্চ করা সেলিব্রিটি বিউটি ব্র্যান্ড। তিনি ইতিমধ্যেই ব্র্যান্ডটি থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন।

আরিয়ানা গ্র্যান্ডের আর.ই.এম

পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে ২০২১ তাঁর ভেগান মেকআপ ব্র্যান্ড আর.ই.এম চালু করেন। তাঁর প্রথম সংগ্রহে ছিল আইলাইনার, ল্যাশ, হাইলাইটার ও প্লাম্পিং গ্লস। জনপ্রিয়তার দিক থেকে আর.ই.এম সবচেয়ে শক্তিশালী সেলিব্রিটি বিউটি ব্র্যান্ডগুলোর একটি। তবে ব্র্যান্ডটি ইতিমধ্যে বেশ কিছু চড়াই-উতরাই পার করেছে, যে কারণে ব্র্যান্ডটির ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত।

দীপিকা পাড়ুকোনের ৮২ ডিগ্রি ই

বলিউডের বিখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্র্যান্ডের নাম ৮২ ডিগ্রি ই। ব্র্যান্ডটি যাত্রা শুরু করে ২০২২ সালের নভেম্বরে। ত্বকের যত্নে ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে তাঁর ব্র্যান্ডের পণ্যগুলো। বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ‘অশ্বগন্ধা বাউন্স’ ও ‘প্যাচৌলি গ্লো’র মতো পণ্য নিয়ে যাত্রা শুরু ব্র্যান্ডটির। দিন দিন ব্র্যান্ডটির পরিসর বেড়েই চলেছে।

বিজ্ঞাপন

প্রিয়াঙ্কা চোপড়ার অ্যানোমেলি

বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একসময় পেয়েছিলেন বিশ্বসুন্দরীর মুকুট। তাঁকেও দেখা যায় বিউটি বিজনেসে। ২০২১ সালে তিনি চালু করেন তাঁর হেয়ার কেয়ার ব্র্যান্ড অ্যানোমেলি। এরই মধ্যে বেশ সাফল্য অর্জন করেছে ব্র্যান্ডটি।

ক্যাটরিনা কাইফের কে বিউটি

বলিউডের আরেক বিখ্যাত সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তাঁকেও পাওয়া যায় বিউটি বিজনেসে। ২০১৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর মেকআপ ব্র্যান্ড কে বিউটি। কে বিউটির লক্ষ্য ছিল, এমন একটি মেকআপ লাইন প্রতিষ্ঠা করা, যা হবে সব বয়স, লিঙ্গ ও ত্বকের রঙের জন্য। কিছুদিনের মধ্যেই ব্র্যান্ডটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এর উন্নত মানের পণ্য ও সাশ্রয়ী মূল্যের জন্য। ব্র্যান্ডটির ট্যাগলাইন হচ্ছে ‘ইটস কে টু বি ইউ’।

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০২: ০০
বিজ্ঞাপন