পপ আইকন আর এসময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের মুকুটে যোগ হলো আরও একটি ঝলমলে সোনালি পালক। তিনিই পেয়েছেন বিখ্যাত টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার খেতাব।
আর মজার বিষয় হচ্ছে এ উপলক্ষে আয়োজিত ফটোশুটে টেইলর সবার মন জয় করে নেন ঘরে বানানো পাম্পকিন ব্রেড হাতে করে নিয়ে উপস্থিত হয়ে। আর এই ঘটনাই আসলে বলে দেয় টেইলর কেন স্পেশাল।
সেই ১৯২৭ সাল থেকে টাইম ম্যাগাজিন প্রতি বছর বর্ষসেরার খেতাব দিয়ে আসছে বিশ্বসেরা কোনো ব্যক্তিত্বকে। টাইম পার্সন অব দ্য ইয়ার কে হয়েছে তা দেখার জন্য বছর শেষে অধীর আগ্রহে অপেক্ষা করেন সবাই। আর বেশিরভাগ সময় বছর জুড়ে হেডলাইন আর লাইমলাইটে থাকা ব্যক্তিত্বই পান এই সম্মাননা।
আর পর্যবেক্ষণ বলে এই টাইম পার্সন অব দ্য ইয়ার বেশিরভাগ সময় হন পুরুষ ও কোনো প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বা অর্থনৈতিক ক্ষেত্রে লক্ষ্যনীয় সাফল্য পাওয়া বিজনেস টাইকুন। তবে এ বছরের সব হিসাব ওলট-পালট করে দিয়েছেন নতুন প্রজন্মের আইকনিক পপ তারকা টেইলর সুইফট।
ইরাস ট্যুরের আগেও টেইলর শিশু,কিশোর আর তরুণদের কাছে বিশ্বজুড়েই ছিলেন অত্যন্ত প্রিয় এক তারকা। শুধু অসামান্য সৌন্দর্য আর সঙ্গীত প্রতিভা বা নাচ-গান পরিবেশনার মুনশিয়ানা নয়, মানুষ হিসেবে টেইলরের অনেক বৈশিষ্ট্য তাঁকে সবার চেয়ে আলাদা করেছে৷ আর এ বছর অভাবনীয় রকমের সফল ইরাস মিউজিক ট্যুরের মাধ্যমে টেইলর যুগের এই শুভ সূচনা হওয়ায় টেইলরের পাগল ভক্তরা, যারা নিজেদেরকে সুইফটি বলেন, তাঁদের সংখ্যা দুনিয়া জুড়ে বেড়েছে জ্যামিতিক হারে। এর আগের দু-এক বছর বিশ্ব করোনার ধকল কাটিয়ে অর্থনৈতিক মন্দায় পর্যুদস্ত ছিল।
এই এক ইরাস ট্যুরই সারা পৃথিবীর বিভিন্ন দেশে ইতিবাচক অর্থনৈতিক সূচকের দেখা মিলিয়েছে৷ আবার বিশ্বজুড়ে বাদ-বিবাদ আর হানাহানির মাঝে বিনি সুতার মালায় গেঁথেছে বিশ্ববাসীকে টেইলর সুইফটের গান আর কন্সার্ট। দেশ থেকে দেশান্তরে সীমানা পেরিয়ে টেইলর এক ধরনের একাত্মতাবোধ অনুভব করতে বাধ্য করেছেন বিশ্ববাসীকে। তাই তো ৩৩ বছর বয়ষ্ক এই তরুণ পপ আর্টিস্টই আজ সবাইকে পেছনে ফেলে হয়েছেন টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব৷
১৭ বছর আগে মিউজিক ক্যারিয়ার শুরু করা মার্কিন পপ শিল্পী টেইলর সুইফট পৃথিবীর যেকোনো নারী শিল্পীর চেয়ে বেশি চার্টের শীর্ষে থাকা অর্থাৎ নাম্বার ওয়ান অ্যালবাম বের করেছেন। এই এক বছরেই চার্ট গুড়িয়ে দেওয়া তিনটি অ্যালবাম আছে তাঁর৷
ভূমিকম্প এফেক্ট তৈরি হয়েছে তাঁর কন্সার্টে উপস্থিত দর্শকদের জনসমুদ্রের লাফ-ঝাঁপের ফলে। বিলিওনিয়ার হয়েছেন সুইফট। আবার উঠে এসেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে৷ সুইফটিদের নয়নের মণি টেইলর সুইফটকে টাইম ম্যাগাজিন পার্সন অব দ্য ইয়ার খেতাব না দিয়ে যাবেই বা কোথায়!