মনামীর আইসক্রিম প্রেম, সেই সঙ্গে যত স্টাইলিশ সামার লুক
শেয়ার করুন
ফলো করুন

গরমে অনেকেই পছন্দ করেন বিভিন্ন রকমের আইসক্রিম খেতে। সেই তালিকায় আছেন পশ্চিম বাংলার ফ্যাশনিস্তা অভিনেত্রী মনামী ঘোষও। সম্প্রতি তিনি তাঁর আইসক্রিম খাওয়ার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। দেশে কিংবা বিদেশে যেখানেই ঘুরতে যান না কেন, গ্রীষ্মের দুপুরে খাবারের পর আইসক্রিম খাওয়ার ক্রেভিং হয় তাঁর। এ কথাই জানালেন ছবিগুলোর ক্যাপশনে নায়িকা। এবারে স্টাইলিশ সব সামার লুকে আইসক্রিমপ্রেমী মনামীর ছবিগুলো দেখে আসি চলুন।

১/১১
নীল ট্যাংক টপ আর কর্ডের গোলাপি প্যান্ট পরেছেন অভিনেত্রী। চোখের সানগ্লাস আর হাতের অরিও চকোলেট কোন আইসক্রিম দেখেই বোঝা যাচ্ছে গ্রীষ্ম চলে এসেছে
নীল ট্যাংক টপ আর কর্ডের গোলাপি প্যান্ট পরেছেন অভিনেত্রী। চোখের সানগ্লাস আর হাতের অরিও চকোলেট কোন আইসক্রিম দেখেই বোঝা যাচ্ছে গ্রীষ্ম চলে এসেছে
বিজ্ঞাপন
২/১১
হাই ওয়েস্ট ডেনিমের সঙ্গে ধূসর ক্রপ টপ আর গলায় লেয়ার নেকপিস পরেছেন মনামী। ছেড়ে রাখা স্টাইলিশ কালারড হেয়ার লুক।
হাই ওয়েস্ট ডেনিমের সঙ্গে ধূসর ক্রপ টপ আর গলায় লেয়ার নেকপিস পরেছেন মনামী। ছেড়ে রাখা স্টাইলিশ কালারড হেয়ার লুক।
৩/১১
খাচ্ছেন তাঁর প্রিয় কোন আইসক্রিম
খাচ্ছেন তাঁর প্রিয় কোন আইসক্রিম
বিজ্ঞাপন
৪/১১
সাদা-কালো ক্রপ টপ আর প্লিটেড টেনিস স্কার্টে স্টাইলিশ লাগছে তাঁকে। দুই পাশে বাঁধা খোঁপার হেয়ারস্টাইলটাও দারুণ মানিয়েছে। আর হাতে আছে মজাদার পান্ডা আইসক্রিম
সাদা-কালো ক্রপ টপ আর প্লিটেড টেনিস স্কার্টে স্টাইলিশ লাগছে তাঁকে। দুই পাশে বাঁধা খোঁপার হেয়ারস্টাইলটাও দারুণ মানিয়েছে। আর হাতে আছে মজাদার পান্ডা আইসক্রিম
৫/১১
আইসক্রিমপ্রেমী মনামী আইসক্রিমের স্ট্যাচুর সঙ্গে পোজ দেবেন না, তা কি হয়! বেশ মিষ্টি লাগছে তাঁকে
আইসক্রিমপ্রেমী মনামী আইসক্রিমের স্ট্যাচুর সঙ্গে পোজ দেবেন না, তা কি হয়! বেশ মিষ্টি লাগছে তাঁকে
৬/১১
দেশের বাইরে গিয়েও অভিনেত্রীর খাওয়া চাই পছন্দের এই ডেজার্ট
দেশের বাইরে গিয়েও অভিনেত্রীর খাওয়া চাই পছন্দের এই ডেজার্ট
৭/১১
আইসক্রিম হাতে আইসক্রিম পার্লারের সামনে অভিনেত্রী। এখানেও তাঁর বিশেষ পছন্দ কোন। মাথায় স্টাইলিশ টুপি আর গায়ে জড়ানো ওভারসাইজড কালো টি-শার্ট
আইসক্রিম হাতে আইসক্রিম পার্লারের সামনে অভিনেত্রী। এখানেও তাঁর বিশেষ পছন্দ কোন। মাথায় স্টাইলিশ টুপি আর গায়ে জড়ানো ওভারসাইজড কালো টি-শার্ট
৮/১১
৯/১১
পুপ আইসক্রিম হাতে মনামী। পরনে সাদা ফুলস্লিভ ক্রপ টপ আর হাই ওয়েস্ট স্কার্ট। সঙ্গে সবুজ সামার টুপি
পুপ আইসক্রিম হাতে মনামী। পরনে সাদা ফুলস্লিভ ক্রপ টপ আর হাই ওয়েস্ট স্কার্ট। সঙ্গে সবুজ সামার টুপি
১০/১১
কোরিয়ান হানি-কম্বো আইসক্রিমও আছে তাঁর পছন্দের তালিকায়
কোরিয়ান হানি-কম্বো আইসক্রিমও আছে তাঁর পছন্দের তালিকায়
১১/১১
 মিকি মাউস অবয়বের কমলা রঙের ললি আইসক্রিম হাতে অভিনেত্রী পোজ দিয়েছেন। পরেছেন সাদা হাইনেক টপ। আর মাথায় মিকি মাউসের বো-ব্যান্ড
মিকি মাউস অবয়বের কমলা রঙের ললি আইসক্রিম হাতে অভিনেত্রী পোজ দিয়েছেন। পরেছেন সাদা হাইনেক টপ। আর মাথায় মিকি মাউসের বো-ব্যান্ড

ছবি: মনামীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪: ২২
বিজ্ঞাপন