গরমে অনেকেই পছন্দ করেন বিভিন্ন রকমের আইসক্রিম খেতে। সেই তালিকায় আছেন পশ্চিম বাংলার ফ্যাশনিস্তা অভিনেত্রী মনামী ঘোষও। সম্প্রতি তিনি তাঁর আইসক্রিম খাওয়ার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। দেশে কিংবা বিদেশে যেখানেই ঘুরতে যান না কেন, গ্রীষ্মের দুপুরে খাবারের পর আইসক্রিম খাওয়ার ক্রেভিং হয় তাঁর। এ কথাই জানালেন ছবিগুলোর ক্যাপশনে নায়িকা। এবারে স্টাইলিশ সব সামার লুকে আইসক্রিমপ্রেমী মনামীর ছবিগুলো দেখে আসি চলুন।
ছবি: মনামীর ইন্সটাগ্রাম