দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষক জুটি আয়মান সাদিক-মুনজেরিন শহীদের বিয়ের ছবি আর খবর নিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন সবাই মুঠোফোন বা কম্পিউটারের সামনে। তারকাদের বিয়েশাদিতে ভক্তদের মধ্যে বেশ হইচই পড়ে যায়। তবে আজকের দিনে তারকা বলতে শুধু সিনেমা-নাটকের অভিনয়শিল্পী বা সংগীতশিল্পীদেরই বোঝায় না।
অনলাইন জগতের ইনফ্লুয়েন্সাররা তো বটেই, অনলাইন শিক্ষক আয়মান সাদিক আর মুনজেরিন শহীদ এখন তারকাখ্যাতির শীর্ষে। দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক আর একই স্কুলের অত্যন্ত তুখোড় ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ কাল গাঁটছড়া বাঁধলেন সবার সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে। গতকাল শুক্রবার বিকেলে নিজেদের ইনস্টাগ্রামে তাঁরা বিয়ের ছবি শেয়ার করেছেন সবার সঙ্গে।
মুনজেরিনের ইংরেজি-দক্ষতার পাশাপাশি তাঁর রূপেও মজে রয়েছেন সবাই বহুদিন ধরে। সব সময় আমরা তাঁকে একেবারে সাদামাটা ন্যাচারাল লুকেই দেখি। কিন্তু বিয়ের দিন ন্যাচারাল 'নো মেকআপ মেকাপ' লুক আর দিনের আলোয় অপরূপ সুন্দর হালকা গোলাপি সাজপোশাক মুনজেরিনের সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে শতগুণ। কনের সাজে তাঁকে ফুলের মতো লাগছে বললে অত্যুক্তি হবে না। আপাদমস্তক হালকা গোলাপি আভার রঙে সেজেছেন তিনি।
গোলাপি ঐতিহ্যবাহী বুটি তোলা, পাড় আঁচল দেওয়া হালকা শাড়িটির সঙ্গে মনোক্রোম স্টাইলে হালকা গোলাপি জর্জেটের ওড়না। চিকন বর্ডারে সূক্ষ্ম এমব্রয়ডারি। রয়েছে ম্যাচিং ব্লাউজ। হালকা মুক্তার কাজের সোনার হার ও ঝোলানো দুল পরেছেন তিনি। মাঝসিঁথি করে টেনে বাঁধা চুল। মেকওভারের সামগ্রিক দায়িত্ব ছিল গালা মেকওভার স্টুডিও বাই নাভিনের ওপর। তবে হাসিই আসলে সবচেয়ে সুন্দর সাজ। সে কথাই যেন বলছে ছবিগুলো।
আয়মান সাদিকের অফ হোয়াইট পাঞ্জাবির কলার আর বোতামঘর বরাবর একই রঙের হালকা এমব্রয়ডারি। গুছিয়ে ট্রিম করা দাড়ি-গোঁফ আর চুলে কোনো রকম বাহুল্য নেই। তাঁর হাসিতেও যেন মুক্তা ঝরছে। আর ঝরে পড়ছে ভালোবাসা। মনে হচ্ছে, আজ তাঁদের স্কুল ছুটি। দুজনে শুধুই দুজনার। আয়মান-মুনজেরিনের প্রতি ভালোবাসা আর শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব কটি অ্যাকাউন্টে। তাঁদের ভালোবাসার গল্প সবাইকে আসলেই ছুঁয়ে গেছে।