সময়টা এখন টেলর সুইফটের। ঐতিহাসিক ‘ইরাস ট্যুর’ নিয়ে ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছেন তিনি। যেখানেই যাচ্ছেন, সেখানেই তৈরি করছেন নতুন রেকর্ড। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠকক্ষ; সবখানেই টেলরকে নিয়ে হচ্ছে গবেষণা। তবে গবেষণার বিষয় গান ছাড়িয়ে চলে গেছে তাঁর ত্বক ও চুল পর্যন্ত। এ প্রজন্মের সবচেয়ে বিখ্যাত তারকা ত্বক ও চুলের যত্নে কী করেন, তা জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই। মজার বিষয় হলো, ত্বক, চুল বা মেকআপের পেছনে বেশি সময় তিনি ব্যয় করেন না। কেবল খুব সামান্য কিছু জিনিস কঠোরভাবে মেনে চলেন।
টেলর সুইফট মানেই হলো, লাল লিপস্টিক। বেশির ভাগ ইভেন্ট, কনসার্ট বা মিউজিক ভিডিওতে তাঁকে টকটকে লাল লিপস্টিকে দেখা যায়। লিপস্টিককে স্মাজ–মুক্ত ও দীর্ঘস্থায়ী রাখতে তিনি একটি কৌশল অনুসরণ করেন। প্রথমে তিনি ঠোঁটে একস্তর লিপস্টিক দেন। এরপর একটি টিস্যু নিয়ে ঠোঁটে আলতো করে ড্যাব করেন। তারপর আবার আরেক স্তর লিপস্টিক লাগিয়ে নেন। টেলর জানান, এভাবে লিপস্টিক ব্যবহার করলে দাঁতে লেগে যায় না এবং এটা দীর্ঘস্থায়ী হয়।
চুলের সাজের জন্য সেলিব্রেটিদের অনেক ধরনের হেয়ার প্রডাক্ট ব্যবহার করতে হয়। স্টাইলিং করতে কার্লিং আয়রন, স্ট্রেইটনার, চুলের রং ব্যবহার করলে চুলে এর বিরূপ প্রভাব পড়ে। চুলের ক্ষতি এড়ানোর জন্য টেলর প্রয়োজন না হলে কোনো হেয়ার প্রডাক্টই ব্যবহার করেন না। যতটা সম্ভব চুলের স্টাইল নিয়ে নিরীক্ষা করা এড়িয়ে যান। তিনি কখনোই চুলে রং করেননি। টেলর মনে করেন, রঙে থাকা রাসায়নিক উপাদানে চুলের ক্ষতি হয়। তবে মিউজিক ভিডিওর জন্য তাঁকে ভিন্ন রঙের পরচুলা ব্যবহার করতে দেখা গেছে।
ত্বকের যত্ন ও মেকআপের ক্ষেত্রে টেলরকে বেশ মিনিমাল বলা যেতে পারে। দাগহীন ত্বকের জন্য তাঁর একমাত্র আস্থা কেট সমারভিল নাইট ক্রিম। আর দিনের বেলায় তিনি সানস্ক্রিন ব্যবহার করেন। তাঁর কাছে কেউ বিউটি টিপস চাইলে, তিনি আর কিছু না হলেও অন্তত সানস্ক্রিনটা ঠিকভাবে ব্যবহারের পরামর্শ দেন। টেলরের ত্বকের যত্ন কেবল মুখেই সীমাবদ্ধ নয়। বডিকেয়ার বা শরীরের ত্বকের ব্যাপারেও তিনি বেশ সচেতন। টেলর শরীরের ত্বকের শুষ্কতা রোধে বডি শপের কোকোনাট বডি বাটার ব্যবহার করেন।
টেলরের মেকআপ মন্ত্র হলো ‘লেস ইজ মোর’। তাঁর ‘গো টু’ মেকআপ পণ্য হলো লিপস্টিক, মাসকারা, লিকুইড আইলাইনার ও হালকা বাদামি আইশ্যাডো। এগুলো ছাড়া টেলরকে কখনোই খুব ভারী মেকআপে দেখা যায় না। ছুটির দিনগুলোয় তিনি কোনো মেকআপই করেন না। টেলর মনে করেন, প্রতিদিন মেকআপ করলে ত্বকে ব্রণের প্রবণতা বেড়ে যায়। তাই কোনো কাজ না থাকলে মেকআপ এড়িয়ে চলেন তিনি।
টেলর কখনো কোনো কঠোর ডায়েট রুটিন মেনে চলেন না। কিন্তু সব সময় খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখেন। সকালবেলায় ভারী নাশতা করেন ও দিনের অন্যান্য সময় তুলনামূলক হালকা খাবার খান। প্রচুর পানি পান করেন তিনি। মাঝেমধ্যে ফাস্টফুড খেলেও চিনিযুক্ত খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকেন।
টেলরের সুন্দর ত্বকের আরেকটি রহস্য হলো ওয়ার্কআউট। উজ্জ্বল ত্বকের জন্য কঠিন ওয়ার্কআউটের চেয়ে ভালো আর কিছু নেই, তা প্রমাণ করেছেন তিনি। ব্যায়াম করলে ত্বকের রক্ত, অক্সিজেন ও পুষ্টি সঞ্চালন বৃদ্ধি পায়। টেলর নিজে মনে করেন, ব্যায়াম করার ফলে শরীর থেকে ঘামের মাধ্যমে সব টক্সিন বেরিয়ে যায়। ফলে ত্বক উজ্জ্বল দেখায়।