টেইলর সুইফটের জুতার ভাঙা হিল এবার জীবন বাঁচাবে
শেয়ার করুন
ফলো করুন

কিছুদিন আগেই ব্রাজিলের অন্যতম বৃহৎ নগরী রিও ডি জেনিরোয় নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংগীতশিল্পী টেলর সুইফটের ইরাস ট্যুর। এ সময় রিও ডি জেনিরোয় চলছে বসন্তকাল। অনেক গরম পড়ে সমুদ্রপারের এই শহরে। গরমে ঘণ্টার পর ঘণ্টা বাইরে লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়েছেন কয়েক হাজার সুইফটিস। কনসার্ট চলাকালীন অবস্থায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মারা গিয়েছেন টেলরের এক ভক্ত। অন্যদিকে কনসার্টে অংশগ্রহণ করতে এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন। এত সব খারাপ ঘটনার পরও ইরাস ট্যুরের রিও ডি জেনিরো পর্ব থেকে এসেছে একটি ভালো খবর।

কনসার্ট চলাকালীন অবস্থায় শিল্পীদের পোশাক–আশাক নিয়ে বিভ্রাট বা দুর্ঘটনা হওয়া নতুন কিছু নয়। এবারের ইরাস ট্যুরের রিও ডি জেনিরো পর্বে গান গাইতে গাইতে হঠাৎ করেই টেলরের জুতা ভেঙে যায়। সে সময় তিনি পরে ছিলেন বিলাসবহুল ফরাসি জুতার ব্র্যান্ড ক্রিশ্চিয়ান লোবোটিনের নি-হাই গ্লিটারি বুট। উল্লেখ্য যে লোবোটিনের প্রতিটি জুতার নিচে থাকে সিগনেচার লাল আউটসোল।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সেই জুতার নিচের হিলটি ভক্তদের দিকে বেশ কায়দা করে ছুড়ে মারেন টেলর। সেটি ধরে ফেলেন ফিলিপ কনরাডো নামের এক সুইফটি। ভাঙা অংশটি পেয়ে যেন হাতে আকাশের চাঁদ পেয়ে যান তিনি। চাইলে সারা জীবনের মূল্যবান প্রিয় স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিতে পারতেন সেটি। কিন্তু এই ভক্ত তা না করে জুতার হিলটি একটি বিশেষ কারণে নিলামে তুলেছেন।

বিজ্ঞাপন

ফিলিপের কাজিন অ্যাঞ্জেলা কনরাডো বেশ কয়েক মাস ধরে মেটাটেস্টিক মেলানোমা নামের একধরনের ত্বকের ক্যানসারে ভুগছেন। তাঁর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। ইতিমধ্যেই ‘কাম্পানহা দু বেম’ (ভালোর জন্য প্রচারণা) নামের একটি অলাভজনক সংস্থা অ্যাঞ্জেলার জন্য একটি আলাদা তহবিল সংগ্রহের জন্য নিজেদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছে।

টেলর-ভক্ত ফিলিপ প্রিয় শিল্পীর জুতার হিল হাতে পেয়ে সেটা নিলামে তুলেছেন নিজের বোনের চিকিৎসার জন্য। নিলাম থেকে যে অর্থ আসবে, তা সরাসরি চলে যাবে অ্যাঞ্জেলার ক্যানসার চিকিৎসার তহবিলে। কনসার্ট শেষে ফিলিপ তাঁর ইনস্টাগ্রামে জুতার ভাঙা হিল হাতে হাস্যোজ্জ্বল মুখের ছবি পোস্ট করে নিলামের খবর দিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন নিজের সবচেয়ে প্রিয় সংগীতশিল্পী টেলর সুইফটকে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১৪: ০০
বিজ্ঞাপন