বিশ্বের বিখ্যাত সব তারকার আয়ের একটা বড় অংশ আসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের স্পনসরড পোস্ট থেকে বেশ মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হয় তাঁদের। ইনস্টাগ্রাম থেকে এত দিন সবচেয়ে বেশি আয় করতেন আমেরিকান সেলিব্রিটি ও উদ্যোক্তা কাইলি জেনার। কিন্তু এখন সেই জায়গা দখল করেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যায় ক্রিস্টিয়ানো রোনালদোর ধারেকাছে কেউ নেই। কেবল ইনস্টাগ্রামেই তাঁকে অনুসরণ করেন ৫৯৭ মিলিয়ন মানুষ। এবার চলতি বছরে ইনস্টাগ্রামে ধনীর তালিকায়ও শীর্ষে উঠে এলেন রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো ইনস্টাগ্রামে বিভিন্ন কোম্পানির পণ্যের প্রচারণা চালান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লাইভস্কোর, থেরাবডি, বিয়াংকা ইত্যাদি। এসব কোম্পানির প্রতিটি স্পনসরড পোস্টের জন্য রোনালদোর সর্বোচ্চ আয় ২.৪০ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা।
অন্যদিকে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছেন কাইলি জেনার। ইনস্টাগ্রামে সর্বোচ্চ অনুসারীর সংখ্যায় চতুর্থ তিনি। তাঁর অনুসারীর সংখ্যা ৩৯৭ মিলিয়ন।
ফ্যাশন ব্র্যান্ড জ্যঁ পল গতিয়ের মুখপাত্র কাইলি জেনার তাঁর প্রতিষ্ঠিত সফল ব্র্যান্ড কাইলি কসমেটিকস ও কাইলি সুইমের পাশাপাশি ইনস্টাগ্রাম থেকেও আয় করেন। প্রতিটি স্পনসরড পোস্ট থেকে তিনি পান ১.৮৯ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ কোটি ৫১ লাখ ৫৭ হাজার টাকা।
ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে তিন নম্বরে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি। তিনি প্রতিটি স্পনসরড পোস্ট থেকে আয় করেন ১.৭৭ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার বেশি।
ক্রিস্টিয়ানো রোনালদো, কাইলি জেনার, লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে আয়ের শীর্ষ দশে রয়েছেন সেলেনা গোমেজ, ডোয়াইন ‘দ্য রক’ জনসন, কিম কার্ডাশিয়ান, ক্লোয়ি কার্ডাশিয়ান, কেনডল জেনারের মতো বিশ্ববিখ্যাত সেলিব্রিটিরা।
কয়েক বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে ভক্তদের মধ্যে তাঁর প্রভাব অনেক বেশি। ২০২১ সালে ইউরো কাপ চলাকালে এক সংবাদ সম্মেলনে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে প্রতিষ্ঠানটির ব্যবসায় বড় লোকসান ডেকে আনেন রোনালদো। মাত্র আধা ঘণ্টার মধ্যে কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে যায়। এর অন্যতম কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিশাল অনুসারীর সংখ্যা। এ জন্য বিভিন্ন ব্র্যান্ড তাঁকে তাঁদের পণ্যদূত বানানোর জন্য মুখিয়ে থাকেন।
ছবি: ইন্সটাগ্রাম