নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মালাইকা চৌধুরী যে কার ছোট বোন, সেটা আসলেই বলে দিতে হয় না। তবে তাঁর ইনস্টাগ্রামের ছবিগুলো বলছে, তিনি নিজেই খুবই ফ্যাশনেবল। আর এমন ফ্যাশন সেন্স থাকলে মডেলিংয়ে নিজের আলাদা অবস্থান গড়ে তোলা শুধু সময়ের ব্যাপার। বড় বোন মেহজাবীন চৌধুরী। দেশের সবচেয়ে জনপ্রিয় ও গুণী অভিনেত্রীদের মধ্যে একজন। এমন দাপুটে তারকা বোন থাকলে নিজের ইমেজ–সংকট তৈরি হবে যে কারও। তবে সেদিক থেকে মালাইকা চৌধুরীকে কিন্তু বেশ আত্মবিশ্বাসী মনে হয় তাঁর সব লুকে। অতি সম্প্রতি মালাইকা হিমালয় সৌন্দর্য পণ্যের মডেল হয়েছেন তাঁদের টিভিসাইট। মডেলিং ডেব্যু করাতে উচ্ছ্বাস জানিয়ে নিজের স্মাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন অভিনন্দিত করেছেন ছোট বোনকে। শেয়ার করেছেন সেই টিভিসিটি। তবে নিজের কোনো ইচ্ছা বা মতামত না চাপিয়ে দিয়ে মালাইকাকে নিজের মতো করে নিজের চলার পথ তৈরি করতে দিতে ইচ্ছুক মেহজাবীন। এবারে আমরা মালাইকার ইনস্টাগ্রামের ছবিগুলো থেকে তাঁর নানা লুকের কিছু ঝলক দেখে নিই চলুন।