মডেলিংয়ের জগতে পা রাখলেন দেশের জনপ্রিয় অভিনেত্রীর ফ্যাশনিস্তা বোন
শেয়ার করুন
ফলো করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মালাইকা চৌধুরী যে কার ছোট বোন, সেটা আসলেই বলে দিতে হয় না। তবে তাঁর ইনস্টাগ্রামের ছবিগুলো বলছে, তিনি নিজেই খুবই ফ্যাশনেবল। আর এমন ফ্যাশন সেন্স থাকলে মডেলিংয়ে নিজের আলাদা অবস্থান গড়ে তোলা শুধু সময়ের ব্যাপার। বড় বোন মেহজাবীন চৌধুরী। দেশের সবচেয়ে জনপ্রিয় ও গুণী অভিনেত্রীদের মধ্যে একজন। এমন দাপুটে তারকা বোন থাকলে নিজের ইমেজ–সংকট তৈরি হবে যে কারও। তবে সেদিক থেকে মালাইকা চৌধুরীকে কিন্তু বেশ আত্মবিশ্বাসী মনে হয় তাঁর সব লুকে। অতি সম্প্রতি মালাইকা হিমালয় সৌন্দর্য পণ্যের মডেল হয়েছেন তাঁদের টিভিসাইট। মডেলিং ডেব্যু করাতে উচ্ছ্বাস জানিয়ে নিজের স্মাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন অভিনন্দিত করেছেন ছোট বোনকে। শেয়ার করেছেন সেই টিভিসিটি। তবে নিজের কোনো ইচ্ছা বা মতামত না চাপিয়ে দিয়ে মালাইকাকে নিজের মতো করে নিজের চলার পথ তৈরি করতে দিতে ইচ্ছুক মেহজাবীন। এবারে আমরা মালাইকার ইনস্টাগ্রামের ছবিগুলো থেকে তাঁর নানা লুকের কিছু ঝলক দেখে নিই চলুন।

বিজ্ঞাপন
১/১৩
জেনজি প্রজন্মের এই সম্ভাবনাময় মডেল মালাইকা পরেছেন চেক প্যাটার্নের আকাশী-সাদা শার্ট। সঙ্গে সাদা টিশার্ট আর ছোট পেন্ডেন্ট। খোলা চুল আর মিশটি হাসি বড় বোন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে মনে করিয়ে দিচ্ছে।
জেনজি প্রজন্মের এই সম্ভাবনাময় মডেল মালাইকা পরেছেন চেক প্যাটার্নের আকাশী-সাদা শার্ট। সঙ্গে সাদা টিশার্ট আর ছোট পেন্ডেন্ট। খোলা চুল আর মিশটি হাসি বড় বোন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে মনে করিয়ে দিচ্ছে।
বিজ্ঞাপন
২/১৩
সাজগোজ করতে বেশ ভালোবাসেন মালাইকা, দেখা যাচ্ছে। কিন্তু এমনিতে সবসময় হালকা মেকআপ করেন তিনি।
সাজগোজ করতে বেশ ভালোবাসেন মালাইকা, দেখা যাচ্ছে। কিন্তু এমনিতে সবসময় হালকা মেকআপ করেন তিনি।
৩/১৩
মালাইকা পরেছেন গাঢ় সবুজ সিকুইনের কাজ করা মনোক্রোম  সালওয়ার কামিজ। কানে ছোট দুল ছাড়া আর কোনো অনুষঙ্গ নেই।
মালাইকা পরেছেন গাঢ় সবুজ সিকুইনের কাজ করা মনোক্রোম সালওয়ার কামিজ। কানে ছোট দুল ছাড়া আর কোনো অনুষঙ্গ নেই।
৪/১৩
ফুলেল প্রিন্টের গোলাপি সালওয়ার কামিজ। ওড়না গোলাপি শিফনের। সব মিলে স্নিগ্ধ লাগছে মালাইকাকে।,
ফুলেল প্রিন্টের গোলাপি সালওয়ার কামিজ। ওড়না গোলাপি শিফনের। সব মিলে স্নিগ্ধ লাগছে মালাইকাকে।,
৫/১৩
হালকা হলুদ সালওয়ার কামিজের সঙ্গে মালাইকা বেছে নিয়েছেন সাদা জর্জেটের ওড়না।
হালকা হলুদ সালওয়ার কামিজের সঙ্গে মালাইকা বেছে নিয়েছেন সাদা জর্জেটের ওড়না।
৬/১৩
ন্যাচারাল সুন্দর এক ঢাল কালো চুলের আশীর্বাদ পেয়েছেন মালাইকা চৌধুরী। ধূসর-নীল গাউন পরেছেন এই তরুণ মডেল।
ন্যাচারাল সুন্দর এক ঢাল কালো চুলের আশীর্বাদ পেয়েছেন মালাইকা চৌধুরী। ধূসর-নীল গাউন পরেছেন এই তরুণ মডেল।
৭/১৩
সমুদ্র সৈকতে অবকাশ যাপনে মালাইকা বেছে নিয়েছেন সুতির আরামদায়ক টপ
সমুদ্র সৈকতে অবকাশ যাপনে মালাইকা বেছে নিয়েছেন সুতির আরামদায়ক টপ
৮/১৩
হেয়ার স্টাইল আর মেক আপ সবসময় পরিমিত থাকে তাঁর
হেয়ার স্টাইল আর মেক আপ সবসময় পরিমিত থাকে তাঁর
৯/১৩
লালা ড্রেসে ফুলের মতো লাগছে মালাইকাকে
লালা ড্রেসে ফুলের মতো লাগছে মালাইকাকে
১০/১৩
জিমের পোশাকে সুন্দরী মালাইকা
জিমের পোশাকে সুন্দরী মালাইকা
১১/১৩
লাল হেয়ার কালারে অন্যরকম লাগছে মালাইকাকে
লাল হেয়ার কালারে অন্যরকম লাগছে মালাইকাকে
১২/১৩
গত বছর ১৮ হলো মালাইকা চৌধুরীর। পরেছিলেন নীলচে ধূসর সিকুইন গাউন।
গত বছর ১৮ হলো মালাইকা চৌধুরীর। পরেছিলেন নীলচে ধূসর সিকুইন গাউন।
১৩/১৩
শাড়িতেও মালাইকাকে খুবই মানায়।
শাড়িতেও মালাইকাকে খুবই মানায়।
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন